রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
রবিবার ২০ জুলাই ২০২৫
পিকআপে করে গরু চুরির সময় আটক ৩
ভান্ডারিয়ায় (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২০ মার্চ, ২০২৪, ৪:০২ PM আপডেট: ২০.০৩.২০২৪ ৪:৪৩ PM
পিরাজপুরের ভান্ডারিয়ায় গরু চুরি করে পালানোর সময় পিকআপ ও একটি গাভী সহ চোর চক্রের ৩ সদস্য কে ধরে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (১৯মার্চ) উপজেলার নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের সিকদারবাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

আটক কৃতরা হলেন ভান্ডারিয়া উপজেলার নদমুলা জুগিরখাল এলাকার শহিদুল মৃধার ছেলে আঃ রহমান মৃধা (৩৫), পার্শ্ববর্তী রাজাপুর উপজেলার গালুয়া গ্রামের শাহেব আলী হাওলাদারের ছেলে পিকআপ ড্রাইভার হাসিবুর হাওলাদার (৩৫) এবং কবুতখালী গ্রামের সালাম হাওলাদারের ছেলে পিকআপের হেলপার  রনি হাওলাদার (২০)। 

গাভীটির মালিক সাইফুল খন্দকার জানান, মঙ্গলবার রাত ৮ টার দিক আমি তারাবির নামাজে যাই সে সময় গোয়াল ঘরের শব্দ ও গরুর ডাক শুনে আমার স্ত্রী ঘড় থেকে বের হয়ে গোয়াল ঘরের দিকে গিয়ে একটি গাভী না দেখতে পেরে আমাকে বিষয়টি তাৎক্ষণিক মোবাইলে জানায়। ঐ সময় আমি গরু চুরির বিষয়টি আঁচ করতে পেরে সবাইকে জানাই। এলাকাবাসী ধাওয়া করে ঘটনার এক কিলামিটার দূরে নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের সিকদার বাড়ির সামনে গাভী ও পিকআপ সহ তিন জনকে আটকান। খবর পেয়ে ভান্ডারিয়া থানা-পুলিশের একটি দল গিয়ে আটক রাখা চোরদের থানায় নিয়ে যায়।

এ ঘটনায় গাভীর মালিক সাইফুল খন্দকার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় মামলা দায়ের করছেন। ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবির মোহাম্মদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে  নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

উল্লেখ্য, গত ৮ মার্চ পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মনির হাওলাদারের প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের ৫টি ও সম্প্রতি ইকড়ি গ্রামের কৃষক কাঞ্চন তালুকদারের ৪টি, একই গ্রামের পল্লী চিকিৎসক মোঃ জাহাঙ্গীর হোসেনের ২টি গাভী ও কৃষক মো. নজরুল ইসলামের ২টি গাভী ও একটি বলদ গরু চুরির ঘটনা ঘটে।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত