নড়াইলে মানহানির মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান

    
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ ৮ মাঘ ১৪৩২
বুধবার ২১ জানুয়ারি ২০২৬
নড়াইলে মানহানির মামলা থেকে খালাস পেলেন তারেক রহমান
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৮:০৫ PM (Visit: 309)

নড়াইলে ২০১৪ সালের একটি মানহানির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মেহেদী হাসান এ আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আজিজুল ইসলাম বলেন, মামলার বাদী দীর্ঘদিন ধরে আদালতে উপস্থিত না হওয়ায় মামলাটি খারিজ করে দিয়েছেন আদালত।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর ইষ্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংক ওয়েট হলে বিএনপির এক সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি বক্তব্য দেন তারেক রহমান। দেশের একটি জাতীয় পত্রিকায় সেই সংবাদ পড়ে ক্ষুব্ধ হন নড়াইলের কালিয়া উপজেলার বেন্দারচর এলাকার মৃত মাজেদ বিশ্বাসের ছেলে বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান বিশ্বাস। পরে তারেক রহমানের ওই বক্তব্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানহানি হয়েছে দাবি করে ওই বছরের ২৪ ডিসেম্বর নড়াইল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ মানহানির মামলা করেন তিনি৷ মামলায় একই আদালত বিগত ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি তারেক রহমানকে দোষী সাব্যস্ত করে ২ বছর কারাদÐ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন। পরবর্তীতে বাদী উচ্চ আদালতে রিভিউ পিটিশন করলে বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালত সাজা প্রদানকারী আদালতকে মামলাটি পুনঃবিচারের আদেশ দেন।

এদিকে তারেক রহমানের মামলা খারিজের আদেশে নড়াইল জেলা বিএনপির উদ্যোগে তৎক্ষণাৎ এক আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে আদালত চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান,সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজবীসহ বিএনপির ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy