রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
রবিবার ২০ জুলাই ২০২৫
ব্যবসায়ী সমিতির নেতাকে চসিক কর্মকর্তাদের বেধড়ক মারধর
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪, ১:০৫ PM
চট্টগ্রাম নগরীর সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটে মালিক সমিতির অফিস কক্ষে সমিতির প্রচার সম্পাদক মনির হোসেন বাপ্পীকে বেধড়ক মারধর করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্টেট অফিসার রেজাউল করিম ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজেমী৷ এই ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে৷ যা টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে৷   

বৃহস্পতিবার (৪ মার্চ) বেলা সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটস্থ দোকান মালিক সমিতির অফিস কক্ষে এই ঘটনা ঘটে। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, চেয়ারে বসে আছেন সমিতির প্রচার সম্পাদক মনির হোসেন বাপ্পী। পাশে সমিতির আরও কয়েকজন নেতা। এ সময় আচমকা অফিসে ঢোকেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজেমী ও স্টেট অফিসার রেজাউল করিম যিনি নিজেকে চসিক'র ম্যাজিস্ট্রেট হিসেবেও পরিচয় দেন৷ 

চসিকের দুইজন উর্ধ্বত কর্মকর্তার নেতৃত্বে এই ঘটনার সময় সেখানে সিটি করপোরেশনের একদল নিরাপত্তা রক্ষীসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যরাও ছিলেন। দলটি সমিতির অফিসে ঢুকেই সমিতির নেতাদের সঙ্গে তর্কাতর্কিতে জড়ায়। একপর্যায়ে মনির হোসেনকে বেধড়ক মার শুরু করেন স্টেট অফিসার রেজাউল করিম। এরপর অন্যদেরো একে এক বাপ্পীকে মারধর করতে দেন। এরপর চসিকের নিরাপত্তা কর্মী লাঠি দিয়ে বাপ্পীকে বেড়ক মারধর করে ৷ চতুর্মুখী মারধরে আহত হন মনির হোসেন বাপ্পী। তাঁর শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়। 

এই ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। বিষয়টি নিয়ে শনিবার (৬ এপ্রিল) বিকেলে জরুরি বৈঠকের ডাক দিয়েছে দোকান মালিক সমিতি। সমিতির সহসভাপতি মো. ইব্রাহিম ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

মার্কেট মালিক সমিতির সূত্রে জানা গেছে, সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের ৩৭১ নম্বর দোকানটির মালিক সিটি করপোরেশনের সাবেক প্রকৌশলী আবদুল মালেক। যিনি চসিকের বর্তমান প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তার কমান্ডার লতিফুল হক কাজেমীর শ্বশুর বলে জানা গেছে। দোকানটি মনির ও জাকির হোসেন নামে দুই ভাই ভাড়া নিয়ে ব্যবসা করতেন। তবে মন্দার কারণে একটা সময় তাঁরা দোকান বন্ধ করে পালিয়ে যান। তবে দোকান জামানত হিসেবে দোকান ঘরের মালিকের কাছে দুই ভাইয়ের ১১ লাখ টাকা জামানত ছিল। 

ভাড়াটিয়া ও মালিকের মধ্যে কোনো সমস্যা দেখা দিলে নিয়ম অনুযায়ী সমিতি তা মিটমাট করে দেয়। এ ক্ষেত্রেও সমিতি তা করতে গেলে দোকান মালিক ব্যক্তিগত প্রভাব দেখাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তাদের নিয়ে আসেন। একপর্যায়ে এই নেক্কার জনক হামলার ঘটনা ঘটে। 

জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজেমী গণমাধ্যমের কাছে ঘটনার কথা স্বীকার করেন। এ প্রসঙ্গে তিনি জানান, ‘সিটি করপোরেশনের মেয়রের নির্দেশে একটা বন্ধ দোকান উচ্ছেদ করতে আমরা ম্যাজিস্ট্রেট নিয়ে ওই মার্কেটে যাই। একপর্যায়ে দোকান মালিক সমিতির একজন আমাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে উচ্ছেদ দলে থাকা কর্মীরা তার ওপর চড়াও হয়।’

ভিড়িও ফুটেজে মারধরের দৃশ্য রয়েছে— এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, ‘আমি সমিতির ওই কর্মকর্তাকে উদ্ধারের চেষ্টা করেছি। কয়েক দিন আগে ওই দোকানের মালিক সিটি করপোরেশনের সাবেক কর্মকর্তা প্রকৌশলী আবদুল মালেকের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা সেখানে উচ্ছেদ অভিযানে যাই।’ সাবেক ওই কর্মকর্তা তাঁর শ্বশুর কিনা সে প্রশ্নে চুপ থাকেন কমান্ডার লতিফুল হক কাজেমী।

ঘটনার বর্ণনায় মারধরের শিকার মনির হোসেন বাপ্পী বলেন, ‘আমি সমিতির প্রচার সম্পাদক ও মার্কেটের তৃতীয় তলার দায়িত্বপ্রাপ্ত। তৃতীয় তলার ৩৭১ নম্বর দোকানটি নিয়ে দীর্ঘদিন ঝামেলা চলছিল। সমিতির দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমি সমস্যা সমাধানের অংশ হিসেবে নিয়মমাফিক আলাপ আলোচনা করছিলাম অফিসে। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তারা সমিতির কোনো কথা না শুনে আমার ওপর হামলে পড়ে। শরীরের বিভিন্ন অংশে আঘাত করে তারা। এ সময় সমিতির অফিস সহকারী মাহমুদুল হক জামশেদকেও তারা বেধড়ক মারধর করে। এ বিষয়ে আমি আইনগত ব্যবস্থা নেব।’ 

এ বিষয়ে দোকান মালিক সমিতির আরেক সহসভাপতি দস্তগীর আজাদ বলেন, ‘মনির হোসেন বাপ্পী আমাদের মার্কেটের ৩৩৩ জন ব্যবসায়ীর নির্বাচিত প্রতিনিধি। সিটি করপোরেশনের কর্মকর্তারা তাঁকে এভাবে বেধড়ক মারধর করতে পারেন না। এ নিয়ে আমরা মাননীয় মেয়রের কাছে লিখিত আবেদন করেছি।’

জানা গেছে চসিকের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্টেট অফিসার রেজাউল করিম একজন প্রশাসনিক ক্যাডার। তিনি নিজেকে স্টেট অফিসারের চেয়ে নিজেকে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবেই পরিচয় দেন৷ 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত