ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলার কামালমুড়া এলাকায় জাল টাকার সরঞ্জাম ও বিপুল পরিমাণ জাল টাকাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র্যাব-৯ এর সদস্যরা।
বৃহস্পতিবার (২ মে) রাত আনুমানিক সাড়ে ১১ টার দিকে উপজেলার কামালমুড়া এলাকায় র্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
আর গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার আদশা গ্রামের মৃত আঃ রশিদ মিয়ার ছেলে মোঃ রাসেল মিয়া (৩২), ফেনী সদর উপজেলার আকরামপুর এলাকার আবুল কালামের ছেলে আলমগীর হোসেন (৩৪), বিজয়নগর উপজেলার কামালমুড়া গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মোঃ সানি মিয়া (১৯)।
র্যাব-৯ এর পক্ষ থেকে শুক্রবার (৩ মে) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এর সত্যতা নিশ্চিত করেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মোঃ মশিহুর রহমান সোহেল।
র্যাব-৯ জানায়, উপজেলার কামালমুড়া এলাকায় একটি চক্র জাল নোট প্রস্তুতকারী এবং বাজারজাত করণের জন্য অবস্থান নেয় এমন খবরের ভিত্তিতে একটি বিশেষ অভিযান চালায় র্যাব। অভিযান পরিচালনা করে বাংলাদেশী ৪ লক্ষ ৮৮ হাজার ৫০০ টাকা মূল্যমানের জাল টাকা ও জালনোট তৈরীর সরঞ্জামাদি (স্ক্যানার সংযুক্ত কালার প্রিন্টার, প্রিন্টারের পাউডার কালি, জাল নোট তৈরির জন্য ব্যবহৃত সাদা কাগজ, হার্ড ড্রাইভ,কী বোর্ড, মাউস,মাল্টিফ্লাগসহ ইলেকট্রিক ক্যাবল,এন্টি কাটার এবং খালি জারিকেন ইত্যাদি) সহ জাল নোট প্রস্তুতকারী ও বাজারজাতকারী চক্রের তিনজন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।তারপর গ্রেফতারকৃত আসামী ও উদ্ধার পাওয়ার সরঞ্জামগুলো বিজয়নগর থানায় নিকট হস্তান্তর করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাব।