শনিবার ১৯ জুলাই ২০২৫ ৪ শ্রাবণ ১৪৩২
শনিবার ১৯ জুলাই ২০২৫
শাহীনকে ধরে ফেলতে পারলেন না প্রেমিকা
বাউফল প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩ মে, ২০২৪, ৬:৩১ PM আপডেট: ০৩.০৫.২০২৪ ৬:৫৭ PM

পটুয়াখালীর বাউফলে স্ত্রীর স্বীকৃতি পাওয়ার দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক তরুণী। উপজেলার কালাইয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছুমির উদ্দিন হাওলাদার বাড়িতে অনশন শুরু করেন তিনি।


জানা যায়, প্রায় ৪ বছর ধরে ছুমির উদ্দিন হাওলাদার বাড়ির শাহীনের সঙ্গে পাশের গ্রামের ওই তরুণীর প্রেমের সম্পর্ক চলছিল। বিয়ের আশ্বাস দিয়ে শাহীন তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। একপর্যায়ে প্রেমিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। দুই মাস আগে সামাজিক লজ্জার ভয় দেখিয়ে এবং দ্রুত বিয়ের আশ্বাস দিয়ে বাউফল পৌর শহরে নিয়ে গর্ভের সন্তান নষ্ট করে শাহীন। তবে এরপর থেকে শাহীন দূরত্ব বজায় রাখলে মেয়েটির সন্দেহ তৈরি হয়। 

একপর্যায়ে শাহীন জানায়, এই মুহূর্তে তার পক্ষে বিয়ে করা সম্ভব নয়। এ কথা জানার পর ওই তরুণী শাহীনের বাড়িতে এসে অনশন শুরু করে। 

ভুক্তভোগী তরুণী সাংবাদিকদের বলেন, ‘আমি শাহীনের স্ত্রী হতে চাই। আর সেটা না হলে আত্মহত্যা করতে চাই।’   

তবে ওই তরুণী বাড়িতে আসার পরপরই পেছনের দরজা দিয়ে পালিয়ে যায় শাহীন। তার বক্তব্য জানা যায়নি। 

বাউফল থানার ওসি শোণিত কুমার গায়েন বলেন, ‘এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’  

শাহীনের মা শাহনাজ বেগম বলেন, ‘বৃহস্পতিবার (সকালে) আমার বাড়িতে এসেছে মেয়েটি। ঘটনার কিছুই আমার জানা নেই। ছেলে (শাহীন) বাড়িতে এলে তার মুখে সব জেনে ব্যবস্থা নেয়া হবে।’ 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত