মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫ ২১ শ্রাবণ ১৪৩২
মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫
গ্রেফতার ২
প্রেমিক ও বন্ধু মিলে অটোরিকশায় তুলে তরুণীকে ধর্ষণ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ৪:৪৮ PM
পোশাক কর্মী এক তরুণীকে চট্টগ্রাম নগরী থেকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে ধর্ষণের ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৬ মে) রাতে ভোলা পালিয়ে যাবার সময় ধর্ষণে জড়িত এক যুবককে নগরীর হালিশহর বড়পোল এলাকায় বাসস্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়। আগের রাতে জড়িত আরেক তরুণকে নগরীর মিস্ত্রিপাড়া এলাকা থেকে গ্রেফতার করে ডবলমুরিং থানা পুলিশ।

গ্রেফতার দুজন হলো- মো. সাগর (১৯) ও মো. আক্তার (৩০)। সাগরের বাড়ি কুমিল্লায়, থাকেন নগরীর মিস্ত্রিপাড়া এলাকায়। আক্তারের বাড়ি ভোলা জেলায়, থাকেন নগরীর বন্দরটিলা এলাকায়। সাগর পেশায় অটোরিকশা গ্যারেজের মেকানিক এবং আক্তার চালক বলে পুলিশ জানিয়েছে।

ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারি জানান, আক্রান্ত তরুণীর বাসাও নগরীর মিস্ত্রিপাড়া এলাকায়। একই এলাকার একটি অটোরিকশা গ্যারেজের মেকানিক সাগরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। ওই গ্যারেজে নিয়মিত অটোরিকশা রাখার সুবাদে সাগরের সঙ্গে আক্তারের ভালো সম্পর্ক তৈরি হয়।

গত ৩ মে সন্ধ্যায় পোশাক কর্মী তরুণী কারখানা থেকে বের হওয়ার পর বেড়াতে নেওয়ার কথা বলে সাগর তাকে সিএনজি অটোরিকশায় তুলে নেয়। অটোরিকশা চালাচ্ছিল আক্তার।

‘তরুণীর অভিযোগ অনুযায়ী সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ইপিজেড থানার আকমল আলী পকেটগেট এলাকায় নির্জন রাস্তায় অটোরিকশার ভেতর সাগর ও আক্তার তাকে ধর্ষণ কওে বলেন ওসি জানান। রাত সাড়ে ১১টার দিকে ওই অটোরিকশায় তাকে মিস্ত্রিপাড়ার বাসায় নামিয়ে দেয়। ৪ মে তরুণী থানায় এসে এ বিষয়ে অভিযোগ করেন। এরপর আমরা দুই জনের অবস্থান শনাক্ত করে গ্রেফতার অভিযান শুরু করি।’

দুজনই চূড়ান্তভাবে চট্টগ্রাম ছেড়ে যাওয়ার পরিকল্পনা করে। ‘টের পেয়ে তারা মিস্ত্রিপাড়া এলাকায় লাল মসজিদের পাশে অটোরিকশা রেখে গা ঢাকা দেয়। ওসি ফজলুল কাদের পাটোয়ারি বলেন পালানোর আগে সাগর একবার মিস্ত্রিপাড়া এলাকায় এলে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হই। আক্তার ভোলায় পালিয়ে যাওয়ার জন্য সোমবার রাতে বড়পোল এলাকায় বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিল। তাকে আমরা সেখান থেকে গ্রেফতার করি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পোশাক কর্মী. তরুণীকে ধর্ষণ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত