নীলফামারীর ডোমার উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম নারী চেয়ারম্যান হিসেবে বিজয়ী হয়েছেন সরকার ফারহানা আকতার সুমি। এবং ভাইস চেয়ারম্যান পদে দিলীপ কুমার মুখোপধ্যায় ও নারী ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসি বেগম বিজয়ী হয়েছেন।
বুধবার ৬ষ্ঠ ধাপের প্রথম দফায় উপজেলা পরিষদ নির্বাচনে সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান পদে নারী প্রার্থী হিসেবে প্রতিদ্ব›দ্বীতা করেন যুব মহিলা লীগের কেন্দ্রিয় নেত্রী সরকার ফারহানা আকতার সুমি। নির্বাচনে সরকার ফারহানা আকতার সুমি টেলিফোন প্রতিকে ৩১হাজার ৪২১ভোট পেয়ে বিজয়ী হন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ আনারস প্রতিকে ২৩ হাজার ১৩৪ ভোট, মদন মোহন সিংহ মটরসাইকেল প্রতিকে ২৩হাজার ২৬ভোট, মনজুরুল হক চৌধুরী কাপ পিরিচ প্রতিকে ৯হাজার ৮০৭ভোট,আব্দুল মালেক ঘোড়া প্রতিকে ৬হাজার ৯৩৫ভোট, রাকিব আহসান প্রধান কৈ মাছ প্রতিকে ৪হাজার ৯৬৯ভোট, মনোয়ার হোসেন হেলিকপ্টার প্রতিকে ২হাজার ৩১৩ভোট ও এহছানুল হক দোয়াত কলম প্রতিকে এক হাজার ৮৬৮ ভোট পেয়ে পরাজিত হন।
ভাইস চেয়ারম্যান পদে দিলীপ কুমার মুখোপধ্যায় টিউবওয়েল প্রতিকে ২২হাজার ১১৩ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রার্থীরা হলেন রাশেদুজ্জামান টিয়া পাখি প্রতিকে ১৮হাজার ৯৭০ভোট, রোকনুজ্জামান বৈদ্যুতিক বাল্ব প্রতিকে ১৮হাজার ৯৫৮ভোট, মাসুম বিল্লাহ তালা প্রতিকে ১৭হাজার ২৮২ভোট, জামাল উদ্দিন মাইক প্রতিকে ১০হাজার ৪১৩ভোট, মতিউর রহমান উড়োজাহাজ প্রতিকে ৮হাজার ৬১৫ভোট, এটিএম মিরাজুল কবীর চশমা প্রতিকে ৩হাজার ৩৬ভোট ও রনজিৎ কুমার রায় বই প্রতিকে ২হাজার ৬৩৭ভোট পেয়ে পরাজিত হন।
নারী ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসি বেগম প্রজাপতি প্রতিকে ৩৭হাজার ৫৭৮ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রার্থীরা হলেন লাইলী বানু ফুটবল প্রতিকে ২০হাজার ১৬৪ভোট, সন্ধ্যা রানী বৈদ্যুতিক পাখা প্রতিকে ১৫হাজার ৮৩৮ভোট, শিল্পী আক্তার বানু কলস প্রতিকে ১৩হাজার ৪৮৯ভোট ও বেগম রৌশন কানিজ হাসঁ প্রতিকে ১২হাজার ৬৫৬ভোট পেয়ে পরাজিত হন।