রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
রবিবার ২০ জুলাই ২০২৫
খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষে আলোচনা সভা
খুলনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ মে, ২০২৪, ৭:০৭ PM আপডেট: ২০.০৫.২০২৪ ৭:০৯ PM
বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আজ (সোমবার) দুপুরে খুলনার খালিশপুরস্থ বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর বিভাগীয় কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মোজাম্মেল হক। দিবসের এবারের প্রতিপাদ্য ‘টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে আজকের পরিমাপ’।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, বিএসটিআই মূলত শিল্পজাত ও খাদ্যপণ্যের মান, ওজন ও পরিমাপ নিয়ে কাজ করে। মানসম্মত পণ্য উৎপাদনের অনুমতি নিয়ে যদি কোন প্রতিষ্ঠান মানহীন পণ্য উৎপাদন করে তবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। জনস্বাস্থ্য সুরক্ষা ও আমাদের আগামী প্রজন্মকে সুস্থ রাখার স্বার্থে খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণ করা দরকার। বিএসটিআইকে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। নাগরিকরা সচেতন হলে সমাজ হতে অপরাধ প্রবণতা হ্রাস পাবে।                                                 
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সিনিয়র সহসভাপতি শরীফ আতিয়ার রহমান ও খুলনা ক্যাবের সাধারণ সম্পাদক এম নাজমুল আজম ডেভিড। 

খুলনা বিএসটিআই’র উপপরিচালক মো: আলাউদ্দিন হুসাইনের সভাপতিত্বে এতে ধন্যবাদ জানান বিএসটিআই’র উপপরিচালক (মেট্রোলজি) মো: মোন্নাফ হোসেন। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত