রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
রবিবার ২০ জুলাই ২০২৫
কমলনগরে বাজুসের আহ্বায়ক কমিটি গঠন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ জুন, ২০২৪, ৬:৩৬ PM
বাংলাদেশের জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা শাখার চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 

কমিটির আহ্বায়ক হলেন মো. নাসির উদ্দিন, যুগ্ম আহ্বায়ক গিরীধারী দাস, সদস্য সচিব শংকর দেবনাথ, সদস্য অভিজিত দাস। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। 

গতকাল শুক্রবার (৩১ মে) জেলা কমিটির সভাপতি সমীর কর্মকার ও সাধারণ সম্পাদক পরেশ কর্মকার এ কমিটির অনুমোদন দেন। 

এদিকে একইদিন সকালে বাংলাদেশের জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) লক্ষ্মীপুর জেলা শাখার নবনির্বাচিত কমিটির সাথে কমলনগর উপজেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার হাজিরহাট নবাব চাইনিজে এ সভার আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাজুস লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি সমীর কর্মকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক পরেশ কর্মকার। 

বাজুস হাজিরহাট শাখার সভাপতি উত্তম কুরীর সভাপতিত্বে বাজুস করইতোলা শাখার সভাপতি গিরীধারী দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাজুস জেলা শাখার সহসভাপতি খোকন দেবনাথ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক গৌতম মজুমদার, বাজুস জেলা সহ সভাপতি রানা কুমার পাল, সহদেব কুরী, জুলাশ কুরী, সহ সাধারণ সম্পাদক গনেশ কুরী, অঞ্জন কুমার কুরী, দীপক চন্দ্র দেবনাথ, ভাষান কর্মকার, কার্য নির্বাহী সদস্য সবুজ বিশ্বাস, উজ্জ্বল চন্দ্র কুরী, সদস্য স্বপন কর্মকার বাপ্পী ও বিকাশ চন্দ্র দাস প্রমুখ।

সভায় প্রধান অতিথি সমীর কর্মকার তার বক্তব্যে বলেন, বজুস কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে সারাদেশের জুয়েলারি ব্যবসায়ীরা একজোট হয়ে সুশৃঙ্খলভাবে ব্যবসা করে আসছে। সবাইকে এক ছাতার তলে নিয়ে আসছে বাজুস প্রেসিডেন্ট। তারই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলার সকল জুয়েলারি ব্যবসায়ীদেরকে এক ছাতার নীচে নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে জেলা কমিটি। সকল উপজেলা কমিটি গঠন করা হচ্ছে। এতে সংগঠন আরও শক্তিশালী হবে।

বাজুসের মাধ্যমে সকলের সন্মান বৃদ্ধি পেয়েছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ব্যবসা পরিচালনার আহ্বান জানান প্রধান অতিথি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত