ফরিদপুরের ভাঙ্গায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বর্নাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যে দিয়ে ভূমি সেবা সপ্তাহ' ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত- এ- খুদা।
শনিবার (৮ জুন) সকালে ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনারের কার্যালয় প্রাঙ্গণ থেকে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভুমি)র উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ভাঙ্গা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত -এ-খুদা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হাচেন উদ্দিন, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ। সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, ভূমি সেবা সংক্রান্ত গ্রহীতারা এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি এম কুদরত- এ -এ-খুদা বলেন, "জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে ভূমি সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে। কোন রূপ ভোগান্তি ছাড়া ভূমির মালিকগণ নিশ্চিন্তে এ মেলা থেকে তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন।এ ভূমি সেবা সপ্তাহ চলবে আগামী ১২ জুন পর্যন্ত। এই মেলায় "ভূমি সেবা পেতে চালু করা হয়েছে ভূমি সেবা স্মার্ট বুথ। যে কেউ অনলাইনে এ বুথ থেকে সেবা গ্রহণ করতে পারবেন। এছাড়া অফলাইনের সুযোগ সুবিধা তো রয়েছেই।" অনুষ্ঠানে স্মার্ট ভূমি সেবার গতি ত্বরান্বিত করতে ইউনিয়ন ভূমি কর্মকর্তাদের মাঝে প্রিন্টার মেশিন ও গুচ্ছ গ্রামে বসবাসকারীদের মাঝে ১০ টাকার বিনিময়ে জমির পর্চা সরবরাহ করা হয়।
এদিকে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে উপজেলা ভূমি অফিস বর্ণাঢ্য সাজে সজ্জিত করা হয়েছে। আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার অতিথিবৃন্দকে নিয়ে ভূমি অফিস প্রাঙ্গনে একটি ফলদ বৃক্ষের চারা রোপন করেন।