শনিবার ১৪ জুন ২০২৫ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
শনিবার ১৪ জুন ২০২৫
১৫ বছর আগের প্রেম
দুই সন্তান নিয়ে প্রেমিকের বাড়িতে! অতপর...
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ জুন, ২০২৪, ১২:৫৮ PM আপডেট: ১১.০৬.২০২৪ ১:৪১ PM
নাটোরের গুরুদাসপুরে হঠাৎ করে ১৫ বছর আগের প্রেমের টানে নিজ স্বামীকে দিয়েছেন তালাক। দুই সন্তান নিয়ে এসে তিন দিন যাবৎ রোমানিয়াপ্রবাসী এক যুবকের বাড়িতে অবস্থান নিয়েছেন দুই সন্তানের জননী (৩২)। তাঁর দাবি, ওই প্রবাসীর সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পরিবারের লোকজন তাঁকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দেন।


দুই সন্তানের জননী বর্তমানে ওই প্রবাসীর প্রেমের স্বীকৃতি পেতে এসেছেন। এ ঘটনা ঘটেছে নাটোরের গুরুদাসপুর উপজেলায়। ওই নারী রাজশাহী মহানগরীর বাসিন্দা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এদিকে কথিত প্রেমিক আব্দুল আউয়াল সরকার গুরুদাসপুর পৌর সদরের চাঁচকৈড় কাচারীপাড়া এলাকার বাসিন্দা। তিনি বর্তমানে রোমানিয়াপ্রবাসী। এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে ওই প্রবাসীর বড় ভাই বাদী হয়ে গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। 

ওই নারী জানান, আব্দুল আউয়ালের সঙ্গে প্রায় ১৫ বছর আগে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু পারিবারিকভাবে তার অন্যত্র বিয়ে হয়ে যায়। ওই সংসারে তার ১৬ ও ৮ বছর বয়সের দুটি সন্তান রয়েছে। সম্প্রতি তার স্বামীর সঙ্গে বিয়েবিচ্ছেদ হয়েছে। তিনি পুরনো প্রেমের স্বীকৃতি পেতেই এখানে এসেছেন। 

গণমাধ্যমকে আব্দুল আউয়াল সরকার তার সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি অস্বীকার করে বলেন, তার সঙ্গে অনেক বছর আগে আমার পরিচয় ছিল মাত্র এর বেশি কিছু না। 

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বলেন, প্রেমের সম্পর্কের ভুয়া দাবি করে টাকা-পয়সা হাতিয়ে নিতে মেয়েটি এখানে এসে অবস্থান করছে বলেই মনে হচ্ছে। 

গুরুদাসপুর থানার ওসি বলেন, মেয়েটিকে মানসিক বিকারগ্রস্ত বলে মনে হয়েছে। তার অভিভাবকদের সঙ্গে কথা বললেও তারা মেয়েটির দায়িত্ব নিতে চাননি। আবার যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
এদিকে দুই সন্তানের জননীর দাবি তার সাথে প্রতারণা করা হচ্ছে।  প্রেমিক আব্দুল আউয়াল সরকার তার সাথে ছলনা করছে বলেও জানান। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  প্রেমেরসম্পর্ক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত