শনিবার ১৪ জুন ২০২৫ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
শনিবার ১৪ জুন ২০২৫
ভূঞাপুরে যমুনার পানি বৃদ্ধি, তলিয়ে যাচ্ছে নিম্নাঞ্চল
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০২৪, ৬:৪০ PM
গত কয়েক দিনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা ভারি বর্ষণের ফলে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনার পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে তলিয়ে যাচ্ছে উপজেলার গাবসারা ও অর্জুনা ইউনিয়নের নিম্নাঞ্চল এলাকার ফসলের জমি। 

অপরদিকে পানি বৃদ্ধির কারণে নদী ভাঙন আতঙ্কে রয়েছে চরাঞ্চল সহ উপজেলার গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের নদী তীরবর্তী এলাকার লোকজন। বন্যার কারণে পানিবন্দি হয়ে রয়েছেন চরাঞ্চলসহ হাজার হাজার মানুষ।

এদিক পানি বৃদ্ধির ফলে যমুনার চরাঞ্চলসহ কৃষকের প্রায় ১ হাজার হেক্টর জমির ফসল পানিতে ভাসছে ও তলিয়ে নষ্ট হয়ে গেছে। এনিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। এর মধ্যে উপজেলার গাবসারা, অর্জুনা, নিকরাইল ও গোবিন্দাসী ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই ক্ষতিগ্রস্ত হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলমান বন্যায় অর্জিত ৮৯০ হেক্টর জমির আউশ ধানের মধ্যে তলিয়ে ও পচে গেছে ৫৮০ হেক্টর জমি, অর্জিত পাট ২ হাজার ৮৩৫ হেক্টর জমির মধ্যে তলিয়ে গেছে ২৮০ হেক্টর জমি, অর্জিত ১ হাজার ৬১০ হেক্টর তিলের মধ্যে তলিয়ে গেছে ১০ হেক্টর, অর্জিত ৩২০ হেক্টর জমির মধ্যে তলিয়ে গেছে ২০ হেক্টর এবং অর্জিত ৫১০ হেক্টর বোনা আমনের মধ্যে তলিয়ে গেছে ২০ হেক্টর জমির ফসল।

সরেজমিনে দেখা যায়, উপজেলার চরাঞ্চল বেষ্টিত গাবসারা ও অর্জুনা ইউনিয়নের পুরো ফসল এবং যমুনা তীরবর্তী গোবিন্দাসী ও নিকরাইল ইউনিয়নের চরাঞ্চলের নিচু এলাকায় ফসলের জমি পানিতে তলিয়ে গেছে। আর এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে তলিয়ে যাবে শত শত একর জমির ফসল। হঠাৎ করে অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে এসব এলাকার মানুষ।

চরাঞ্চলের গাবসারা ইউনিয়নের মোঃ নাসির উদ্দিন, শহিদুল ইসলাম ও আব্দুল আলীম জানান, প্রতি বছর বন্যা আসার আগেই কয়েকবার পানি বেড়ে যায়, ফলে আমাদের ফসলের অনেক ক্ষতি হয়। ইতোমধ্যে আমাদের চরাঞ্চলের তিল, পাট, আউশ ধানসহ বিভিন্ন সবজি পানিতে তলিয়ে পচে নষ্ট হয়ে গেছে। চারদিকে পানি আর পানি। এসব ফসল তলিয়ে যাওয়ায় আমরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছি।

এবিষয়ে উপজেলা কৃষি অফিসার মোকলেছুর রহমান জানান, উজানের ঢল ও টানা ভারি বর্ষণের ফলে যমুনার পানি অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে চলতি মৌসুমে প্রায় ১ হাজার হেক্টর জমির আউশ ধান, তিল, পাট, রাঁধুনী সজ ও বোনা আমনসহ বিভিন্ন ফসল নিমজ্জিত হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ক্ষতিগ্রস্থদের কৃষি প্রণোদনা দেওয়ার আশ্বাস দেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত