বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
এডিসি কামরুল ও তার স্ত্রীর সম্পদ জব্দের নির্দেশ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪, ৩:৫৩ PM
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (প্রসিকিউশন শাখা) সাবেক অতিরিক্ত উপকমিশনার কামরুল হাসান ও তার স্ত্রী সায়মা বেগমের জ্ঞাত আয় বহির্ভূত প্রায় সাড়ে ১১ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক এবং জব্দের করার নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে আজ মঙ্গলবার (৯ জুলাই) চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবি কাজী সানোয়ার আহমেদ লাভলু।

আদাল্পত সূত্রে জানা যায়, ঘুষ দুর্নীতির মাধ্যমে কামরুল হাসানের অর্জন করা ৯ কোটি ৭৩ লাখ ২২ হাজার ৪৪ টাকা এবং তার স্ত্রী সায়মা বেগমের ১ কোটি ৬২ লাখ ৮৫ হাজার ১৮৮ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ ক্রোক এবং অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে তাদের এই সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করার আদেশ চেয়ে আদালতে আবেদন করেন অনুসন্ধান কর্মকর্তা দুদক, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক এমরান হোসেন।

সিএমপি'র এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রসিকিউশন শাখায় দায়িত্ব পালনকালে ঘুষ গ্রহণ ও চাঁদাবাজির মাধ্যমে বিপুল সম্পদের মালিক বনে গেছেন তিনি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত