ফেনী শহরের জিরো পয়েন্ট কে যানজট মুক্ত করতে ও ফুটপাত দখলমুক্ত করতে সুন্দর এবং প্রয়োজনীয় একটি পদক্ষেপ নিতে সদর মডেল থানা ও ফেনী জেলা ট্রাফিক পুলিশকে সরজমিনে এসে দিকনির্দেশনা দিয়েছেন।
প্রতিদিন শহরের মহিপাল থেকে সিএনজিগুলো যাত্রী নিয়ে ট্রাংক রোড় জিরো পয়েন্টে আসে এবংরাস্তার মাঝখানে যত্রতত্র দাঁড় করিয়ে যাত্রী উঠানামা করে। যার কারণে পিছনের দিক থেকে আসা গাড়ি গুলো আটকে যায় এবং সৃষ্টি যানজট , নিরসনে জেলা ট্রাফিক পুলিশ লাজ ফার্মা থেকে জিরো পয়েন্ট পর্যন্ত একটি বে/সারিবদ্ধ লাইন তৈরি করে দিয়েছে। মহিপাল থেকে আসা সিএনজিগুলো জিরো পয়েন্টে এসে বে/সারিবদ্ধ লাইন ঢুকে যায় সেখানে যাত্রী ওঠানামা করে আবার সামনে চলে যায়। যার ফলে মহিপাল থেকে আস অন্যান্য গাড়িগুলো আর থামতে হচ্ছে না , তারা কোন প্রকার বাধা ছাড়াই জিরো পয়েন্টে পার হতে পারছে। পথচারী যাতে সুন্দর মতে চলাফেরা করতে পারে সেজন্য ফুটপাত দখলমুক্ত করতে নির্দেশনা দিয়েছেন। জেলা সাধারণ মানুষ এই উদ্বেগের প্রশংসা করছে ।
উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, সদর সার্কেল থোয়াই প্রু মারমা, মডেল থানার ওসি রুহুল আমিন, জেলা ট্রাফিক পুলিশের ইন্সেপেক্টর আনোয়ারুল আজিম আনোয়ারুল আজিম প্রমুখ , এসময় আনোয়ারুল আজিম বলেন সদ্য যোগদান কৃত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পিপিএম এর নির্দেশে এই কার্যক্রম পরিচালনা করা হয়।তিনি আরও বলেন পুলিশ সুপার ফেনী জেলাকে যানজট মুক্ত রাখতে কঠোর নির্দেশ দিয়েছেন জেলা ট্রাফিক বিভাগকে, আমার সকলের সহযোগিতা চাই।।