চট্টগ্রাম ওয়াসার পানি সরবরাহের চলমান প্রকল্প সম্পন্ন করার স্বার্থে ব্যবস্থাপনা পরিচালককে স্বপদে রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে চট্টগ্রাম ওয়াসার সচেতন গ্রাহকবৃন্দের উদ্যোগে ওয়াসা ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম ওয়াসার বর্তমান ব্যবস্থাপনা পরিচালক দায়িত্ব দেয়ার পর দৈনিক ৯ কোটি লিটার পানির উৎপাদন বাড়িয়ে ৫০ কোটি লিটারে উন্নীত করেছেন। চট্টগ্রাম বাসীর স্বার্থে ও ওয়াসার চলমান প্রকল্প সম্পন্ন করতে এমডি প্রকৌশলী এ,কে এম ফজলুল্লাহকে স্বপদে রাখা প্রয়োজন।
নিজাম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন ওয়াসার গ্রাহক আমির হোসেন, জাহেদুল হাছান, মোঃ মাহিন, রেজাউল করিম, বেবী আক্তার, রাবেয়া বেগমসহ আরও অনেকে। মানববন্ধনে মহানগরীর বিভিন্ন এলাকার ওয়াসার গ্রাহকরা অংশ নেন।
নগরীর ২নং গেইট এলাকার গ্রাহক এম এ তাহের বলেন, আমি আজকে ৪০ বছর ধরে চট্টগ্রাম শহরে বসবাস করছি। আগে সপ্তাহে ১ দিন পানি পেতেও কষ্ট হতো, পানির জন্যে আমাদের দৈনন্দিন কার্যক্রম ব্যহত হয়েছিল। কিন্তু বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফয়জুল্লাহ দায়িত্ব নেওয়ার পরে পানির সমস্যার বহু অংশে সমাধান হয়েছে, পানির জন্যে আমাদের হাহাকার কমেছে।
অপর এক গ্রাহক বলেন, চট্টগ্রাম ওয়াসা থেকে দিনরাত ২৪ ঘন্টা আমরা সুপেয় নিরাপদ পানি পাচ্ছি। গ্রাহক হিসাবে আমরা খুশি। কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল ওনাকে জোরপূর্বক পদত্যাগ করানোর চেষ্টায় লিপ্ত, যা দুঃখজনক। সরকার উনাকে নিয়োগ দিয়েছে, তাই সরকারের নির্দেশনা অনুযায়ী তিনি দায়িত্ব পালন করছেন। উনার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে দোষী প্রমানিত হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু তার আগেই উনাকে অপমানিত করে জোরপূর্বক পদত্যাগ করানো কখনই যুক্তিযুক্ত নয়।