উপদেষ্টা পরিষদে রংপুরের প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজকল্যাণ সম্পাদক ও জাতীয় নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেনকে উপদেষ্টা নিয়োগের দাবিতে রংপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একদল শিক্ষার্থী।
আজ সোমবার (১১ নভেম্বর) রংপুর প্রেসক্লাবের সামনে নগরীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা। অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়া না হলে পুরো উত্তরবঙ্গ অনিদৃষ্টাকালের জন্য ব্লকেডসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।
সোমবার বিকেল ৪টার দিকে রংপুর প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এরপর তারা নগরীর প্রধান সড়ক অবরোধ করে অবস্থান ও বিক্ষোভ শুরু করে। ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করায় নগরীতে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারীরা অবিলম্বে আখতার হোসেনসহ উত্তরাঞ্চল থেকে ১০ জনকে উপদেষ্টা পরিষদে নেবার দাবি জানান। এছাড়াও ২৪ ঘন্টার মধ্যে তাদের দাবি বাস্তাবায়ন না করা হলে বুধবার রংপুরের বিভাগীয় ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে বলে ঘোষণা দেওয়া হয়।
বক্তারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার রংপুর ও রাজশাহী বিভাগের সঙ্গে বৈষম্য করছে। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ১৩ জন চট্টগ্রাম বিভাগের হলেও উত্তরাঞ্চল থেকে কাউকে নেওয়া হয়নি। এটা জুলাই গণ-অভ্যুত্থানের পর রংপুরের সঙ্গে বড় বৈষম্য। বক্তারা গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক আখতার হোসেনকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নেওয়ার দাবি জানান।
তারা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে রংপুরের মানুষ প্রথম রক্ত দিয়েছে আবু সাঈদ। যার আত্মদানের দৃশ্য সারা বিশ্ব দেখলো, যার কারণে আজ দ্বিতীয় স্বাধীনতা সেই আবু সাঈদের রংপুরকে চরম ভাবে বৈষম্যের শিকার বানানো হচ্ছে। তারা আরও আবু সাইদ নিহত না হলে আজকে যারা বড় বড় বক্তৃতা দেন তারা তখন কোথায় ছিলেন।
আন্দোলন কী শুধু এক জায়গায় হয়েছে প্রশ্ন করে বলেন, রংপুরের মানুষ আপনাদের মিষ্টি কথায় আর বিভ্রান্ত হবে না। রংপুরসহ উত্তরাঞ্চল থেকে আখতার হোসেনসহ ১০ জনকে উপদেষ্টা পরিষদে নেওয়া না হলে রংপুরসহ পুরো উত্তরাঞ্চল অনির্দিষ্টকালের জন্য ব্লকেড ঘোষণা করা হবে।