শনিবার ১৫ নভেম্বর ২০২৫ ১ অগ্রহায়ণ ১৪৩২
শনিবার ১৫ নভেম্বর ২০২৫
নিজের পুরুষাঙ্গ কেটে ফেললেন যুবক
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৭:১০ PM

পিরোজপুরের নাজিরপুরে নিজের পুরুষাঙ্গ কেটে ফেললেন মো. বায়েজিদ শিকদার (২৮) নামের এক যুবক।রবিবার দুপুরে নিজ বাড়িতে বসে ওই যুবক এ ঘটনা ঘটান। পরে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়।

বায়োজিদ শিকদার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের দক্ষিন বানিয়ারী গ্রামের বাসিন্দা। পরিবার বলছেন বায়োজিদ অনেকদিন ধরে মানসিক ভারসম্যহীন ছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা বলেন, দুপুরে ওই যুবকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। তার পুরুষাঙ্গ সম্পূর্ণ কেটে বিচ্ছিন্ন করা হয়েছে। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

যুবকের চাচী জানান, যুবকের বাবা মাঠে ধান কাটার কাজে ও মা পরিবারের কাজে ব্যস্ত ছিলেন। আজ দুপুরে তিনি তার নিজ বাড়িতে দরজা আটকে নিজের পুুরুষাঙ্গ কেটে বিচ্ছিন্ন করে ফেলেন। এতে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

তিনি আরও জানান, বায়োজিত মানসিক ভারসম্যহীন ছিলেন। গত বছর তিনি আত্মহত্যা করতে বাড়ির ছাদ থেকে লাফিয়ে আহত হয়েছিলেন।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, ‘ঘটনাটি শুনেছি। এ বিষয়ে আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ করছি।’







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত