ভোলাহাটে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

    
বুধবার ২১ জানুয়ারি ২০২৬ ৮ মাঘ ১৪৩২
বুধবার ২১ জানুয়ারি ২০২৬
ভোলাহাটে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৯:৩৩ PM (Visit: 272)

সাবেক সফল পরপর তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া দারুসুন্নাত নেসারিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শোকাবহ সারাদেশে গায়েবানা জানাজার অংশ হিসেবে স্থানীয় বিএনপির আয়োজনে এই জানাজা অনুষ্ঠিত হয়।

সারাদেশে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করার পর থেকে দেশের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হচ্ছে।

উপস্থিত ছিলেন, সাবেক ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মোঃ আনোয়ারুল ইসলাম, বিএনপি নেতা ও জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আফাজ উদ্দিন পানু মিঞা বিএনপি নেতা মোঃ সাদিকুল ইসলাম, কায়সার রহমান কচিসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মোঃ আব্দুল বাসির, জামায়াতে ইসলামী আমীর- জামবাড়িয়া ইউনিয়ন শাখা হাফেজ মাওলানা মোঃ মাহবুব আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী।

জানাজায় উপস্থিত স্থানীয় বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা বক্তব্যকালে বলেন, বাংলাদেশের একজন সর্বোচ্চ অভিভাবককে আমরা হারালাম যার শূন্যতা অপূরনীয়। বাংলাদেশের ইতিহাসে এক কিংবদন্তি নেত্রী ছিলেন। দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে দৃঢ় পদক্ষেপ নিয়ে বাংলাদেশকে আগলে রেখেছিলেন। সবচেয়ে বেশি ইসলামকে প্রাধান্য দিয়ে দেশ পরিচালনা করেছেন।

ছোট জামবাড়িয়া দারুসসালাম জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা মোঃ ওসমান গনি সালেহী গায়েবানা জানাজা পরিচালনা করেন। জানাজা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া পরিচালনা করে তিঁনার রুহের মাগফেরাত কামনা করেন।







  সর্বশেষ সংবাদ  


  সর্বাধিক পঠিত  


এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৮৪১০১১৯৪৭, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy