সোমবার ১৬ জুন ২০২৫ ২ আষাঢ় ১৪৩২
সোমবার ১৬ জুন ২০২৫
ডোমারে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান গ্রেফতার
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ৭:৫৯ PM
নীলফামারীর ডোমার উপজেলার সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বটতলী বাজারে ডোমার থানার ওসি মো. আরিফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তোফায়েল আহমেদ পশ্চিম বোড়াগাড়ী কাকতলী এলাকার মৃত ছওকত আলীর ছেলে।

পুলিশ জানায়, গত ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপি’র প্রার্থী অধ্যাপক রফিকুল ইসলামের নির্বাচনী কার্যক্রমে বাধাগ্রস্থ করতে ওই বছর ২৩ ডিসেম্বর নির্বাচনী জনসভা ও গাড়ীবহরে হামলা, ভাঙচুর এবং অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এতে তিনটি মাইক্রোবাস ও ২২টি মোটরসাইকেল ভাঙচুর এবং পোড়ানোর মাধ্যমে প্রায় ৩৩লাখ টাকা ক্ষতিসাধন করে।

গত ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর ওই ঘটনার জেরে ডোমার উপজেলার ৩১ জন আওয়ামীলীগ নেতাকর্মীসহ অজ্ঞাত আরও দুই থেকে তিনশত জনকে আসামী করে মামলা করেন জোড়াবাড়ী ইউনিয়ন বিএনপির ওয়ার্ড সভাপতি রবিউল ইসলাম। মামলায় নামীয় আসামী ছিলেন তোফায়েল আহমেদ।

ডোমার থানা ওসি আরিফুল ইসলাম জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তোফায়েল আহমেদকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত