রবিবার ২০ জুলাই ২০২৫ ৫ শ্রাবণ ১৪৩২
রবিবার ২০ জুলাই ২০২৫
নীলফামারীতে জব ফেয়ার, কর্মসংস্থান হবে হাজার তরুণ তরুণীর
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৬:৪৫ PM
নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের উদ্যোগে আজ বুধবার (৩০ এপ্রিল, ২০২৫) সকাল ১০ টায় কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘জব ফেয়ার ২০২৫’।  

কর্মসংস্থান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর আঞ্চলিক পরিচালকের কার্যালয়ের পরিচালক (উপ-সচিব) খন্দকার মো. নাহিদ হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী হাজেরুল ইসলাম। নীলফামারী সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সিদ্দিকুল শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জব ফেয়ারে আরও বক্তব্য রাখেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যানের প্রতিনিধি মেরিন ইঞ্জিনিয়ার শাহা মমিনুল ইসলাম চৌধুরী এবং নীলসাগর গ্রুপের হেড অফ কনজ্যুমার প্রোডাক্ট কর্মকর্তা আহসান হাবীব বিপ্লব,উপস্থিত ছিলেন নীলসাগর গ্রুপে ডোর প্রজেক্টের  ইনচার্জ আওরঙ্গজেব সুজন।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মো. নাহিদ হাসান বলেন, ‘এই ধরনের জব ফেয়ার আয়োজনের মাধ্যমে স্থানীয় তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং তারা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’ অন্যান্য বক্তারাও এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং অংশগ্রহণকারী শিল্প প্রতিষ্ঠান ও চাকরি প্রার্থীদের শুভেচ্ছা জানান।
দিনব্যাপী এই জব ফেয়ারে বিভিন্ন স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং তাদের প্রতিষ্ঠানে শূন্য পদ পূরণের জন্য সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করে। আয়োজকরা জানান, এই জব ফেয়ারে বহু তরুণ তাদের পছন্দের চাকরি খুঁজে পেয়েছেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজনে অংশগ্রহণকারী বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। এই জব ফেয়ার নীলফামারীর তরুণ প্রজন্মের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত