কবির বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে উদযাপনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) দুপুর পৌনে দুইটা থেকে ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নজরুল অডিটরিয়ামের সামনে ‘আমরা ত্রিশালবাসী’ ব্যানারে নজরুলপ্রেমী মানুষ ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখে। এতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ইউএনও'র আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তারা।
আগামীকাল বুধবার সকাল এগারোটার মধ্যে জাতীয় পর্যায়ে পালনের ঘোষণা না আসলে আবার আন্দোলন চালিয়ে যাওয়ার হোসিয়ারি দেন আন্দোলকারীরা।
অবরোধ চলাকালীন আন্দোলনকারীরা 'তুমি কে আমি কে? নজরুল, নজরুল।' কুমিল্লা না ত্রিশাল? ত্রিশাল, ত্রিশাল।' স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে।
এসময় তারা বলেন, ত্রিশালের রফিজউল্লাহ দারোগা যদি ভারতের আসানসোলের সেই রুটির দোকানে কাজ করা নজরুলকে ত্রিশালে না নিয়ে আসতো তবে নজরুল পরিপূর্ণ কবি হয়ে উঠতো না। কবির বাংলাদেশের মাটি ও মানুষের সাথে পরিচয়ের প্রথম সূতিকাগার ছিল ত্রিশাল। সেই ত্রিশালকে বঞ্চিত করে অন্য কোথাও নজরুল জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে পালন হতে পারে না। আমরা এই বৈষম্য মানবো না। আগামীকাল এগারোটার মধ্যে জাতীয় পর্যায়ে পালনের ঘোষণা না আসলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হবে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকিউল বারি বলেন, এটা সরকারের সিদ্ধান্তের বিষয়, সরকারের পক্ষ থেকে একবার সিদ্ধান্ত হয়েছে। তারপরও আমাদের পক্ষ থেকে আপনাদের যে দাবি আছে, তা আমরা উপরের লেবেলে জানাচ্ছি। দেখা যাক সরকার যদি সদয় হয়ে আমাদেরকে অনুমতি দেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের হাসান বলেন, জাতীয় পর্যায়ের ঘোষণা না এলে আগামীকাল সকাল ১১ টা থেকে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখা হবে।
পরবর্তীতে দাবি আদায় না হলে মাইকিং করে লোকজনের সমাগম ঘটিয়ে মহাসড়ক অবরোধের ঘোষণাও আসে এই অবরোধ থেকে।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী জাতীয় পর্যায়ে কুমিল্লায় পালনের ঘোষণা আসলে ফুঁসে উঠে কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের নজরুল প্রেমীরা। ত্রিশালে জাতীয় পর্যায়ে জন্মজয়ন্তী পালনের দাবিতে লাগাতার আন্দোলনে নামে তারা। এর ধারাবাহিকতায় গত ১২ মে (সোমবার) মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের পর আজ (১৩ মে) মহাসড়ক অবরোধ করা হয়েছে।