পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন গ্রামে তালগাছ থেকে পড়ে এক বৃদ্ধর মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃত বৃদ্ধ হচ্ছেন সুন্দর আলী সরদারের ছেলে শহিদুল সরদার (৫৫)।
এলাকাবাসী জানান, বুধবার (১৪ মে) সকাল ৯ টার দিকে তালগাছ থেকে তাল পাড়ার জন্য গাছে উঠলে গাছের মাঝামাঝি ওঠার পর গাছের সাথে লাগানো বাঁশ ভেঙ্গে যায়। এ সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো. আতাউর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আশাদুর রহমান বলেন, যেহেতু কোন অভিযোগ পাই নাই সেহেতু পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।