সোমবার ১৬ জুন ২০২৫ ২ আষাঢ় ১৪৩২
সোমবার ১৬ জুন ২০২৫
দিনাজপুর সীমান্তের ধানক্ষেত থেকে ‘ভারতীয় ড্রোন’ উদ্ধার
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৪:১০ PM
হাকিমপুর উপজেলার হিলি সীমান্তের ধানক্ষেত থেকে একটি ড্রোন ক্যামেরা উদ্ধার করা হয়েছে। এতে এলাকায় সাধারণ জনগণের মধ্যে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

গতকাল বুধবার রাত ৯টার দিকে সীমান্তের ঘাসুড়িয়ার এলাকার বাংলাদেশ অভ্যন্তরে ৪০০ গজের মধ্যে একটি ধানক্ষেত থেকে জিপিএস লেখা ড্রোনটি উদ্ধার করে পুলিশ।

দিনাজপুর জেলা পুলিশ সুপার মারুফত হুসাইন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সীমান্তের ওপার থেকে ড্রোনটি ওড়ানোর সময় বাংলাদেশে এসে পড়ে যায়। এটি ভারতীয় ড্রোন ক্যামেরা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

হাকিমপুর (হিলি) থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, গতকাল বুধবার বিকেলে হিলি সীমান্তের ঘাসুরিয়া সীমান্ত এলাকায় ধানক্ষেতে কাজ করছিলেন কৃষক প্রফুল টপ্প্য। এ সময় ধানক্ষেতে ড্রোন পড়ে থাকতে দেখে সেটি বাড়ি নিয়ে যান। এরপর এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে রাত ১০টার দিকে থানা পুলিশ ও বিজিবি ওই ড্রোনটি থানায় নিয়ে আসেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত