সোমবার ১৬ জুন ২০২৫ ২ আষাঢ় ১৪৩২
সোমবার ১৬ জুন ২০২৫
স্কুলে যাওয়ার পথে প্রধান শিক্ষককে প্রকাশ্যে গুলি
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৪:১৫ PM
তেলিগাতী হাইস্কুলের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) দিলীপ কুমার সরকারকে (৫৫) প্রকাশ্যে গুলি করেছে দুর্বৃত্তরা।  

আজ বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টার দিকে খুলনা মহানগরীর তেলিগাতী সরদারপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে তেলিগাতী হাইস্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার সরকার বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন। পথিমধ্যে সরদারপাড়া জামে মসজিদের সামনে এলে হেলমেট পরে মোটরসাইকেলে করে আসা দুই যুবক তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিটি তার বাম পায়ে লাগে। তাৎক্ষণিকভাবে আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রবীর কুমার মিত্র বলেন, প্রাথমিকভাবে জানা গেছে জমিজমা ও চাঁদা দাবির ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষককে গুলি করা হয়েছে। বর্তমানে তিনি খুমেক হাসপাতালে ভর্তি আছেন।

প্রকাশ্যে গুলির ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা বলছেন, দিনের আলোয় শিক্ষকের ওপর এমন সন্ত্রাসী হামলা শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলেছে। এলাকার অভিভাবক মহল এবং শিক্ষক সমাজ হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত