শনিবার ১৪ জুন ২০২৫ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
শনিবার ১৪ জুন ২০২৫
ঘাটাইলে ওয়ার্কশপে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৬:৫৪ PM
টাঙ্গাইলের ঘাটাইলে একটি ওয়ার্কশপে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ মে) রাত ১০টায় উপজেলা সদরের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়ক ঘেঁষে উপজেলা পরিষদের সামনে কলেজমোড় এলাকায় গতকাল বুধবার রাত আনুমানিক ১০টায় যুথি বিথী ট্রেনিং সেন্টার অ্যান্ড ওয়ার্কশপে হঠাৎ করেই আগুন লাগে। ওয়ার্কশপে গাড়ি ও মোটরসাইকেলের টায়ার ও পার্টসসহ বিভিন্ন ধরনের মালামাল ছিল।

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়। স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা এক ঘণ্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দোকানটিতে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না।

ওয়ার্কশপের মালিক জিল্লুর রহমান জানান, তার দোকানে প্রায় দেড় কোটি টাকার বিভিন্ন ধরনের মালামাল ছিল। আগুনে সব পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সদস্য ও স্থানীয়রা জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত