শনিবার ১৪ জুন ২০২৫ ৩১ জ্যৈষ্ঠ ১৪৩২
শনিবার ১৪ জুন ২০২৫
ঘাটাইলে ট্রাক চাপায় স্কুলশিক্ষক নিহত
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৬:৫৭ PM
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ধলাপাড়া এস.ইউপি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ মিজানুর রহমান (৩৫) ট্রাক চাপায় নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার সকাল ৯টায় টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার দেউলাবাড়ি নামক স্থানে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ধনবাড়ি উপজেলার কলহকুড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, নিহত মিজানুর রহমান সর্বশেষ এনটিআরসিএ (বেসরকারি টিচার্স প্রত্যয়ণ কর্তৃপক্ষ) কর্তৃক ধমীয় শিক্ষক হিসাবে নিয়োগপ্রাপ্ত হন ধলাপাড়া ওই বিদ্যালয়ে। 

প্রতি দিনের ন্যায় বৃহস্পতিবার সকালে মোটর সাইকেল নিয়ে বিদ্যালয়ের উদ্দেশ্যে বাড়ি থেকে রওনার পথে দেউলাবাড়ি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তিনি। 

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত