সোমবার ২১ জুলাই ২০২৫ ৬ শ্রাবণ ১৪৩২
সোমবার ২১ জুলাই ২০২৫
খুলনার ৬৪ থানায় এখন থেকে করা যাবে অনলাইন জিডি
খুলনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৮:৩৮ PM
শুধু হারানো নয়, এখন থেকে খুলনা বিভাগের সকল (৬৪টি) থানায় অনলাইন জিডি করা যাচ্ছে। আজ রোববার দিবাগত রাত ১২টা থেকে দিনে-রাতে যে কোন সময় যে কোন স্থানে বসে কম্পিউটার বা মোবাইল এ্যাপসের মাধ্যমে যে কোন ধরনের জিডি করা যাবে। তবে অনলাইন জিডি করার জন্য প্রথমে সংশ্লিষ্ট গ্রাহকের মোবাইল বা কম্পিউটারে একটি রেজিষ্ট্রেশন করতে হবে। এরপর থেকে তিনি যে কোন বিষয়ের জিডি করতে পারবেন।

খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক আজ রোববার বিকেল সাড়ে তিনটায় রেঞ্জ ডিআইজি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানান।

তিনি বলেন, আজ রাত ১২টায় তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানায় আনুষ্ঠানিকভাবে অনলাইনের সব ধরনের জিডি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

সংবাদ সম্মেলনে ডিআইজি জানান, যে কোন বিষয়ে পুলিশের নিকট জিডির আবেদন করতে ওয়েব সাইট এবং ব্যবহার করতে হবে। অনলাইন জিডির সুবিধা সম্পর্কে ডিআইজি বলেন, খুব সহজে নাগরিক তার অভিযোগটি পুলিশকে জানাতে পারবেন, অভিযোগের সর্বশেষ অবস্থা জানা যাবে, অভিযোগের তদন্তকারী অফিসারের সাথে অনলাইনে যোগাযোগ করা যাবে এবং অনলাইনের জিডির কপিও প্রিন্ট দিয়ে কাউকে দেওয়া যাবে। এজন্য সংশ্লিষ্ট ব্যক্তির থানায়ও যাওয়ার প্রয়োজন হবে না। অনলাইনের জিডিতে সংশ্লিষ্ট থানার সীল-স্বাক্ষরের প্রয়োজন নেই বলেও তিনি জানান। শুধুমাত্র যেটি অনলাইন জিডিতে উল্লেখ থাকবে তাতেই সব কাজ করা যাবে।

তিনি বলেন, অনলাইনের জিডির জন্য সংশ্লিষ্ট নাগরিকের জাতীয় পরিচয়পত্র, সচল মোবাইল নাম্বার ও অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইল ফোন এবং লাইভ ছবি লাগবে। প্রথমে মোবাইলের প্লে স্টোর থেকে ডাউনলোড করে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে এবং পরে তা’ থেকে যে কোন ধরনের জিডি করা যাবে।

সংবাদ সম্মেলনে ডিআইজি বলেন, আগে শুধুমাত্র কোন কিছু হারিয়ে গেলেই তার জন্য অনলাইন জিডি করা যেতো। এখন সব ধরনের জিডির সুযোগ করে দেওয়া হয়েছে। এর মধ্যদিয়ে নাগরিকদের আর পুলিশের কাছে তথা থানায় যাওয়ার প্রয়োজন হবে না। কেউ হুমকি দিলেও ঘরে বসেই করা যাবে জিডি। তবে কেউ মিথ্যা জিডি করলেও তার জন্য রয়েছে কঠোর আইন এমনটি উল্লেখ করে খুলনা রেঞ্জ ডিআইজি বলেন, এটি বর্তমান পুলিশের একটি মহৎ উদ্যোগ। এর মধ্যদিয়ে নাগরিক সেবা আরও একধাপ এগিয়ে গেলো বলেও তিনি জানান। সংবাদ সম্মেলনে রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অন্যান্য পুলিশ কর্মকর্তারা এবং খুলনার পুলিশ সুপারসহ রেঞ্জ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত