বুধবার ১২ নভেম্বর ২০২৫ ২৮ কার্তিক ১৪৩২
বুধবার ১২ নভেম্বর ২০২৫
খুলনায় অর্থ আত্মসাৎ মামলায় দুই আসামির ৮ বছরের কারাদণ্ড
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭:৩২ PM
অর্থ আত্মসাতের অভিযোগে দু’টি পৃথক মামলায় খুলনার একটি আদালত দু’জনকে ৮ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন। পাশাপাশি তাদের বিভিন্ন অর্থ দন্ড দেওয়া হয়। অনাদায়ে ওই দু’জনকে আরও এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) খুলনা বিভাগীয় জজ আদালতের বিচারক মো: আশরাফুল ইসলাম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো: ইয়াছিন আলী।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, সাতক্ষীরা জেলার শ্যামনগর আটুলিয়া শাখার গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক সৈয়দ জাহিদুর রহমান। অপরজন হলেন একই জেলার নলতা মোবারকনগর সাব-পোষ্ট অফিসের সাব পোষ্ট মাষ্টার মো: নাজমুল ইসলাম। এ দু’আসামির মধ্যে মো: নাজমুল ইসলাম উপস্থিত থাকলেও অপর আসামি পলাতক ছিলেন।

আদালতের সূত্র জানায়, ২০০৫ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০১০ সালের ৭ অক্টোবর পর্যন্ত সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার আটুলিয়া শাখায় গ্রামীন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ছিলেন সৈয়দ জাহিদুর রহমান। এ সময় তিনি জাল জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে বহিরাগত আমানতকারীদের নিকট টাকা গ্রহণ করে। ওই টাকা ব্যাংকে হিসাবভুক্ত না করে বা চেকে জাল স্বাক্ষর দিয়ে উত্তোলন করে। এবং ভূমিহীন মহিলা কেন্দ্রের বিভিন্ন ঋণ গ্রহীতার নামে ভুয়া ঋণ বিতরণ দেখিয়ে ৪৪ লাখ ৫০ হাজার ৫২৪ টাকা আত্মসাত করে।

২০১২ সালের ৫ এপ্রিল এ ঘটনায় গ্রামীণ ব্যাংকের পরবর্তী শাখা ব্যবস্থাপক মোহা: আরিফুজ্জামান বাদী হয়ে শ্যামনগর থানায় এ অভিযোগে একটি মামলা দায়ের করেন, যার নং ১০। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: নাজমুল হুসাইন সৈয়দ জাহিদুর রহমানকে আসামি করে একটি অভিযোগপত্র দাখিল করেন এবং ২০২২ সালের ২৪ মে তার বিরুদ্ধে আদালতে চার্জ গঠন করা হয়।

রাষ্ট্রপক্ষ আদালতে এ অভিযোগ প্রমাণ করতে পারায় তাকে ৮ বছরের সশ্রম কারাদন্ড দেন। পাশাপাশি তাকে ৪৪ লাখ ৫০ হাজার ৫২৪ টাকা জরিমানা করেন। এছাড়াও তাকে আরও ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত