পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করা সেই তারকা দম্পতি বৃষ্টি ও আজিমকে গ্রেপ্তার করেছে সিআইডি। ফল ব্যবসায়ী সেজে বান্দরবানে ভাড়া বাসায় অবস্থান করছিলেন এ যুগল।
গত রাত সাড়ে ৩টার দিকে বান্দরবানের রোয়াংছড়ি বাসস্টেশন এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বাড়ির ম্যানেজার জানান, গত ১৩ অক্টোবর ফল ব্যবসায়ী পরিচয় দিয়ে ভবনের পাঁচতলায় ১০ হাজার টাকায় দুইজনকে রুম ভাড়া দেওয়া হয়। ভাড়া দেওয়ার সময় আইডি কার্ডসহ নিয়মনুসারে সবকিছু রাখা হয়।
তিনি আরও বলেন, কোথাও গেলে বা তারা বাসার বাইরে গেলে দুজনই হেলমেট পড়ে বের হন। কিন্তু তারা যে এসব অবৈধ কাজে জড়িত সেটি জানতেন না তিনি। গ্রেপ্তার হওয়ার আগে আত্মীয় পরিচয় দিয়ে আরও একজন এসেছিলেন তাদের বাসায়।
২৮ বছর বয়সী বৃষ্টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে ‘বাংলাদেশের এক নম্বর মডেল’ হিসেবে পরিচয় দেন। তবে বাস্তবে তিনি আন্তর্জাতিক পর্ন সাইটে জনপ্রিয় পারফর্মার। ২০২৪ সালের ১৭ মে তার প্রথম ভিডিও প্রকাশের পর মোট ১১২টি ভিডিওতে ২৬৭ মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে।
আজিম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেছেন। স্থানীয়রা তাকে ‘অন্ধকার জগতের মানুষ’ হিসেবে উল্লেখ করেছেন।
অপরদিকে, বৃষ্টি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাসিন্দা। তার প্রথম স্বামীর বাড়ি থেকে দীর্ঘদিন আগে বিচ্ছিন্ন হয়ে তিনি আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। দু’জনই দরিদ্র পরিবার থেকে ওঠে এসেছেন, তবে এখন সামাজিক মাধ্যমে তাদের জীবনযাপন বিলাসবহুল।
গ্রেপ্তারের পর আজিম বলেন, আমার বাবা-মা ও পরিবারের সবাই জানে যে আমরা পর্ন ভিডিও বানাই।
বৃষ্টির ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট যথাক্রমে প্রায় ৪৯ হাজার ও ১২ হাজার ফলোয়ার সমৃদ্ধ। উভয় একাউন্টে নিজেকে ‘বাংলাদেশের নাম্বার ওয়ান মডেল” দাবি করা হয়েছে। পোস্টে তারা স্বাধীন ও বিলাসী জীবনধারার ছবি, নগদ অর্থ, প্রাইভেট গাড়ি ও মোটরবাইকের ছবি প্রকাশ করেছেন।