বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫ ২৯ কার্তিক ১৪৩২
বৃহস্পতিবার ১৩ নভেম্বর ২০২৫
রেলপথ অবরোধ করা আন্দোলনকারীদের সাধারণ যাত্রীদের ধাওয়া
সিলেট ব্যুরো
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৬:২৮ PM
সিলেট রেলস্টেশন এলাকায় লাইন অবরোধের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন সাধারণ যাত্রীরা। শনিবার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জরুরি সংস্কারসহ ৮ দফা দাবিতে বিভাগজুড়ে সিলেট-ঢাকা রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে ‘৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন’ কমিটি। সকাল সাড়ে ১০টা থেকে মৌলভীবাজারের কুলাউড়া স্টেশনে আন্দোলনকারীরা রেললাইন অবরোধ করে রাখলেও সিলেটে পরিস্থিতি ছিল নিয়ন্ত্রণে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে সিলেট রেলস্টেশন এলাকায় কিছুসংখ্যক আন্দোলনকারী লাইন অবরোধের চেষ্টা করলে ট্রেনের অপেক্ষায় থাকা সাধারণ যাত্রীরা তাদের ধাওয়া দেন। এসময় আন্দোলনকারীরা দ্রুত রেললাইন থেকে সরে যান।

সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার নুরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক রয়েছে। শিডিউল অনুযায়ী সব ট্রেন চলাচল করছে।”

এদিকে, কুলাউড়া স্টেশনে অবরোধের কারণে সিলেট-ঢাকা রুটে কিছু ট্রেন সাময়িকভাবে বিলম্বিত হতে পারে বলে জানিয়েছেন রেলওয়ে কর্মকর্তারা। তবে সিলেট রেলস্টেশন এলাকায় এখন পর্যন্ত কোনো বড় ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত