জানা যায়, মেধাভিত্তিক রাজনীতি চর্চায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্দেশে উম্মুক্ত পাঠাগার স্থাপনের উদ্যোগ নেয় অভি। সে লক্ষ্যে প্রাথমিকভাবে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় ও পৌর শহীদ স্মৃতি একাডেমিতে পাঠাগার স্থাপন করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানেও এমন উদ্যোগ গ্রহন করা হবে বলে জানা যায়।
পাঠাগার স্থাপন কার্যক্রমে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোভেল, যুগ্ম সাধারন সম্পাদক মতিউর আরিফ, মোঃ রায়হান হোসেন, দপ্তর সম্পাদক জাকির পাটোয়ারী, ছাত্রদল নেতা জাহিদ হোসেন হৃদয় প্রমুখ।
ছাত্রদল নেতা অভি'র এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থীরা। তারা বলেন, ছাত্র রাজনীতি এমনটি হওয়া উচিত। ছাত্ররাজনীতি হবে শিক্ষাবান্ধব, শিক্ষা ধ্বংসে নয়। উম্মুক্ত পাঠাগার থেকে বই পড়ে আমরা বিভিন্ন বিষয় জানতে পারবো, এতে আমাদের জ্ঞানের পরিধি বাড়বে। পাঠাগার স্থাপনে আমরা ছাত্রদলকে ধন্যবাদ জানাই।
লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক আওলাদ হোসেন বলেন, ছাত্রদল আমাদের প্রতিষ্ঠানে উম্মুক্ত পাঠাগার স্থাপন করেছে। এটি একটি পজেটিভ দিক। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি সাপোর্ট করি না। তবে যদি তাদের কোন কার্যক্রম শিক্ষার্থীদের জ্ঞান ও মেধা বিকাশে সহায়ক হয় তাহলে আমরা তাদের সে কার্যক্রমে সহযোগিতা করবো। তারা যে লাইব্রেরি স্থাপন করেছে তা অত্যান্ত ভালো উদ্যোগ, আমরা এমন কার্যক্রমকে সাধুবাদ জানাই।
হাসিবুর রহমান অভি বলেন, আগামীর রাজনীতি মেধাভিত্তিক রাজনীতি। ছাত্রদল সব সময় শিক্ষার্থী বান্ধব কার্যক্রম করে। পাঠ্য বইয়ের বাহিরে যাতে শিক্ষার্থীদের জ্ঞানের পরিধি বৃদ্ধি পায় সে লক্ষ্যে আমার পাঠাগার স্থাপন। এখন ৪টি প্রতিষ্ঠানে পাঠাগার স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানেও পাঠাগার স্থাপন করা হবে।