বুধবার সকাল ১০টায় উজিরপুর পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ত্রাস বিরোধী এক বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উজিরপুর টেম্পু স্ট্যান্ড থেকে শুরু হয়ে উজিরপুর বাজার প্রদক্ষিণ করে ইচলাদী হাইওয়ে রাস্তা হয়ে ইচলাদি বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
মিছিলের সমাপনী সমাবেশে সভাপতিত্ব করেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক সোহেল হাওলাদার, প্রচার সম্পাদক মোঃ মশিউর রহমান,সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও জনস্বার্থ রক্ষায় শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। তারা সন্ত্রাস, দমন-নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে বিএনপির সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান।