যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর তেঁতুলতলা এলাকায় আওয়ামী লীগ সমর্থক তিনজনের বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে এই বিস্ফোরণ ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১২টার পর সুজলপুরের ৩ নম্বর পাড়ার কসাই রফিক (৫৫), মো. শরিফুল ইসলাম (৪৮) ও কসাই নজরুল ইসলাম (৫০) এর বাড়িতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে জানালা ও সানসেটের কাচ ভেঙে যায় এবং একাধিক সিসি ক্যামেরা ভাঙচুর হয়। বিস্ফোরণের তীব্র শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের ধারণা, রফিক, শরিফুল ও নজরুল আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় প্রতিপক্ষ রাজনৈতিক গ্রুপের লোকজন তাদের টার্গেট করে থাকতে পারে। কসাই রফিকের ছেলে সুমন ইসলাম জানান, রাতের দিকে ৭-৮ জন মোটরসাইকেলে আসে, তাদের মুখ বাঁধা ও হেলমেট পরা ছিল। কাউকেই চিনতে পারিনি।
ঘটনার পর নজরুল ইসলাম ৯৯৯-এ ফোন দিলে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন,“খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের ধরতে অভিযান চলছে।”
অন্যদিকে,মঙ্গলবার রাতে শহরের বিভিন্ন স্থানে যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কোতোয়ালি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে হৃদয় ও শাহানেওয়াজ ফেরদৌস শাওনসহ কয়েকজনকে আটক করা হয়েছে। আটক হৃদয় ষষ্টিতলা পাখিপট্টি এলাকার বাসিন্দা ও ক্রসফায়ারে নিহত হাফিজুর রহমান মরার ছেলে। তিনি সাবেক কাউন্সিলর হাজী সুমনের অনুসারী বলে পরিচিত।
পুলিশ জানায়, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে তাদের আটক করা হয়েছে। ওসি আবুল হাসনাত বলেন,অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না।