নওগাঁর মান্দা উপজেলায় নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ইউএপিইও) হিসেবে যোগদান করেছেন ড.সাবরিনা আনাম। বুধবার (১২ নভেম্বর) সকালে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এর আগে তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ড. সাবরিনা আনাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। কর্মজীবনের পাশাপাশি সমসাময়িক বিভিন্ন বিষয়ে লেখালেখির সঙ্গে যুক্ত তিনি। ইতোমধ্যে তার একাধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে বলেও জানান নবাগত এই কর্মকর্তা।
রাজশাহীর সন্তান ড. সাবরিনা আনাম একজন সৃজনশীল নারী কর্মকর্তা হিসেবে সহকর্মী ও শিক্ষকদের কাছে পরিচিত।
অপরদিকে, মান্দার সাবেক উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাশার শামসুজ্জামানকে বাগাতিপাড়ায় বদলি করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, সেকশন-২, মিরপুর, ঢাকার সহকারী পরিচালক (প্রশাসন-১) মো. সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত অফিস আদেশে গত ২৮ অক্টোবর এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
ইতোমধ্যে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবাগত ইউএপিইও ড. সাবরিনা আনামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।