‘সোনালী আশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২৫অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগীতায় উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নাবী পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।
মনিটরিং কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সহকারী সচিব (অডিট-২) আকরাম হোসেন। জেলা পাট কর্মকর্তা এটিএম তৈবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চাষী প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে বক্তব্য রাখেন, পাট অধিদপ্তরের রংপুর বিভাগের সহকারী পরিচালক কৃষিবিদ সোলায়মান আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রফিকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাজিয়া সুলতানা। উপস্থিত ছিলেন উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম। প্রশিক্ষণে ৭৫জন পাটচাষী অংশ নেন।