বুধবার ১২ নভেম্বর ২০২৫ ২৮ কার্তিক ১৪৩২
বুধবার ১২ নভেম্বর ২০২৫
জাতীয় সাংবাদিক সংস্থা চৌদ্দগ্রাম শাখার পরিচিতি সভা
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৩:৩৬ PM
জাতীয় সাংবাদিক সংস্থা চৌদ্দগ্রাম উপজেলা শাখার ২০২৫-২০২৭ মেয়াদের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে চৌদ্দগ্রামস্থ হোটেল ডলি রিসোর্টে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা জেলা শাখার সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম তরুন।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা চৌদ্দগ্রাম উপজেলা শাখার সভাপতি ও দৈনিক কালবেলা-এর চৌদ্দগ্রাম প্রতিনিধি আবু বক্কর সুজন।বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক জুয়েল রানা মজুমদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন শরীফ।

পরিচিতি সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাস্টার ইউসুফ মজুমদার, সহ-সভাপতি কাজী মো. শহীদ, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর চৌদ্দগ্রাম প্রতিনিধি সানোয়ার হোসেন, এবং প্রচার সম্পাদক কামরুল হাসান পিংকন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি আক্তারুজ্জামান মজুমদার, সাধারণ সম্পাদক হুসাইন মামুন, দপ্তর সম্পাদক নাঈম ইকবাল, অর্থ সম্পাদক জহিরুল ইসলাম সুমন, কার্যনির্বাহী সদস্য মাস্টার আবদুল কাদের, মাস্টার ফরিদ আহমেদ, নুরুল আলম আবীর ও আবু বক্কর সিদ্দিক শিপু।

সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। সত্য, ন্যায় ও জনগণের পক্ষে নিরপেক্ষভাবে কলম চালানোই সাংবাদিকের মূল দায়িত্ব। নবগঠিত এই কমিটি চৌদ্দগ্রামে গঠনমূলক সাংবাদিকতার ধারাকে আরও শক্তিশালী করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত