ভোলার মনপুরায় ভয়াল ১২ নভেম্বরকে জাতীয় 'উপকূল দিবস' হিসেবে রাষ্ট্রিয় স্বীকৃতির দাবিতে র্যালি করেছে উপজেলা যুবদল। উপকূল ফাউন্ডেশনের উপজেলা শাখার স্বেচ্ছাসেবী ইউনিটের উদ্যোগে এ র্যালির আয়োজন করা হয়।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১১ টায় উপজেলা যুবদলের কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
এসময় ৭০ এর ভয়াল ঘূর্ণিঝড়ে ১০ লক্ষ নিহতদের স্মরন, উপকূলের সংকট, সমস্যা, সম্ভাবনা ও উপকূলের মানুষের ন্যায্যতার দাবির ভিত্তিতে ১২ নভেম্বরকে 'জাতীয় উপকূল দিবস' হিসেবে রাষ্ট্রিয় স্বীকৃতির দাবি জানান বক্তারা।
র্যালিতে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল সভাপতি মোঃ সামসুদ্দিন আহমেদ মোল্লা, যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ মোঃ আব্দুর রহিম, যুবদল নেতা মোঃ ইয়াসিন মিয়া, মোঃ ইলিয়াস, উপজেলা স্বেচ্ছাসেবকদল আহবায়ক মোঃ মিজানুর রহমান পলাশ, উপজেলা ছাত্রদল আহবায়ক ইকরামুল কবির, সদস্য সচিব মোঃ শাহীন সহ বিভিন্ন অংগসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
উল্লখ্য, ১৯৭০ সালের ১২ নভেম্বর দেশের উপকূলজুড়ে আঘাত হানে পলয়ঙ্করি ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস। ওই জলোচ্ছ্বাসে পানির নিচে তলিয়ে যায় বরিশাল ও চট্রগ্রাম বিভাগের সকল উপকূলীয় জেলা ও উপজেলাসমূহ। এতে অন্নত ১০ লক্ষ মানুষ প্রাণ হারায়। সেই থেকে ১২ নভেম্বর আসলেই উপকূলের মানুষের চোখে ভেসে ওঠে স্বজন হারানোর বেদনা। তাই অন্নত এসব স্বজন হারানো মানুষদের জন্য একটি দিন তথা 'উপকূল দিবস' এর দাবি জানিয়ে আসছেন উপকূলের মানুষ।