ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকের চান্দুরা শাখায় জানালার কাচ ভেঙে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
গত রাতে বাইরে থেকে পেট্রোল ঢেলে ব্যাংকটিতে আগুন ধরিয়ে দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। এতে ব্যাংকের আসবাবপত্র ও নথিপত্র পুড়ে যায়, তবে অর্থের ভল্ট অক্ষত রয়েছে বলে জানা গেছে।
চান্দুরা শাখার ব্যবস্থাপক মো. কলিম উদ্দিন বলেন, রাত আনুমানিক ২টার দিকে হঠাৎ ব্যাংকের বাইরে থেকে আগুনের শিখা দেখা যায়। নাইটগার্ড বিষয়টি টের পেয়ে দ্রুত স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।
তিনি বলেন, আমরা ধারণা করছি, কেউ পরিকল্পিতভাবে বাইরে থেকে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হবে।
বিজয়নগর ফায়ার সার্ভিসের ইনচার্জ ওয়াসি আজাদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে দেখি স্থানীয়রা অনেকটা আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এতে ব্যাংকের কিছু কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গেছে, তবে টাকার কোনো ক্ষতি হয়নি। প্রাথমিকভাবে এটি নাশকতা বলেই মনে হচ্ছে, তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি বলেন, কে বা কারা এই অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা কেউ প্রত্যক্ষ করেনি।