সাতক্ষীরা আশাশুনির কাদাকাটি আইডিয়াল বালিকা বিদ্যালয়ের দরজা ভেঙে ল্যাপটপ, মাল্টিমিডিয়া সরঞ্জাম, সার্টিফিকেটসহ আড়াই লক্ষ টাকার মূল্যবান মালামাল চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। দু'বছর আগে এভাবেই ১৭টি ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সরঞ্জাম চুরি হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা। মঙ্গলবার রাতের কোনো একসময়ে দুঃসাহসিক এ ঘটনা ঘটে।
স্কুলের প্রধান শিক্ষক এখলাছুর রহমান সাংবাদিকদের জানান, মঙ্গলবার রাতে স্কুল ভবনের পিছনের দরজা ভেঙে অফিস রুমে থাকা একটি ল্যাপটপ, মাল্টিমিডিয়া সরঞ্জাম, শিক্ষকদের রুম থেকে আরেকটি ল্যাপটপ, ডিজিটাল ঘড়ি, স্কুলের দলিল পত্র, এস এস সি পরীক্ষার সনদ, ফরম বিলাপের ১৫/২০ হাজার টাকা ও ল্যাবরেটরি রুম থেকে রাউটার, সিসি ক্যামেরা সহ যাবতীয় মূল্যবান কাগজপত্র মিলে প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
ঘটনা জানার পর আশাশুনি থানার এসআই রাজীব মণ্ডল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, বিষয়টির তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করার চেষ্টা চলছে।
প্রসঙ্গত, দুই বছর আগেও একই স্কুলের দরজা ভেঙে ১৭টি ল্যাপটপ ও মাল্টিমিডিয়া সরঞ্জাম চুরি করে নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা। এ ব্যাপারে স্কুলের নাইট গার্ড শহীদুল ইসলামকে বরখাস্ত করে আশাশুনি থানায় জিআর ৩৩১/২৪ নং একটি মামলা দায়ের করা হয় যা বিচারাধীন রয়েছে।
বারবার স্কুলের মালামাল চুরি এবং এস এস সি পরীক্ষার সনদ পত্র চুরি হয়ে যাওয়া নিয়ে উদ্বিগ্ন হয়ে দুর্বৃত্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল।