যুক্তরাজ্য এবং ইউরোপে উচ্চ শিক্ষা বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে ময়মনসিংহের গফরগাঁওয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
গতকাল দুপুরে গফরগাঁও সরকারি কলেজ হল রুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীদের অংশগ্রহনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন গফরগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু ইউসুফ মো. শহিদুল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম আব্দুল্লাহ-আল-মামুন। এডো ভয়েজ এর কর্ণধার মোহাম্মদ আপেলের সঞ্চালনায় সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল বক্তব্য উপস্থাপন করেন রয়েল প্যাসিফিক এডুকেশনের পরিচালক পাভেল সরকার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গফরগাঁও পূবালী ব্যাংকের ব্যবস্থাপক আসাদুজ্জামান, গফরগাঁও প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক রোবেল মাহমুদ প্রমুখ।
এডো ভয়েজ ও রয়েল প্যাসিফিক এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে মিডিয়া পার্টনার ছিলেন পূবালী ব্যাংক গফরগাঁও শাখা ও জাতীয় দৈনিক খোলাকলম প্রতিদিন।
সেমিনারে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য (UK)ও ইউরোপের বিভিন্ন দেশের বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির আবেদন প্রক্রিয়া, সাশ্রয়ী খরচে উচ্চমানের শিক্ষা ও বিনা টিউশন ফিতে পড়াশোনার সুযোগ সম্পর্কে তথ্য উপস্থাপন করা হয়। এছাড়াও ভিসা প্রসেস ও ক্যারিয়ার গাইডলাইন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এন. এম আবদুল্লাহ-আল-মামুন বলেন, শিক্ষা একটি ধারাবাহিক প্রক্রিয়ার চলমান ব্যবস্থা, শুধু খাতায় মুখস্থ লিখায় লেখাপড়া নয়, সার্বিক জ্ঞান অর্জন করতে হবে। নিজেকে কমফোর্ট জোন থেকে বের করে বাহিরের চ্যালেঞ্জ নিতে হবে। উচ্চশিক্ষার জন্য প্রয়োজনে বিদেশে যেতে হবে, তবেই সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।