বুধবার ১২ নভেম্বর ২০২৫ ২৮ কার্তিক ১৪৩২
বুধবার ১২ নভেম্বর ২০২৫
নীলফামারীতে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুরু
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:০১ PM
নীলফামারীর ডোমারে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। বুধবার বিকেলে (১২নভেম্বর) ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন এ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র (এ্যাব) আহবায়ক ও সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

উপজেলা বিএনপির আয়োজনে টুর্নামেন্টে দশটি ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে ১১টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে ডোমার পৌরসভা ও ভোগডাবুড়ি ইউনিয়ন দল প্রতিদ্বন্ধীতায় অংশ নেয়। 

উপজেলা বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, ডোমার পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুজ্জামান আনু ও সাবেক সাধারণ সম্পাদক মোজ্জাফফর হোসেন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন উদ্বোধনী অনুষ্ঠানে।

প্রধান অতিথির বক্তব্যে এ্যাব আহবায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, মরহুম আরাফাত রহমান কোকো ফুটবল টুর্নামেন্ট এই অঞ্চলে খেলাধুলার মান্নোনয়নে ভুমিকা রাখবে।

ডোমার ও ডিমলা উপজেলায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দুই দলকে নিয়ে আরো একটি ম্যাচের আয়োজন করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত