বুধবার ১২ নভেম্বর ২০২৫ ২৮ কার্তিক ১৪৩২
বুধবার ১২ নভেম্বর ২০২৫
‘মাদক, জুয়া ও চাঁদাবাজদের ঠাঁই গফরগাঁওয়ের মাটিতে হবে না’
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:০৩ PM
মাদক, জুয়া ও চাঁদাবাজদের ঠাঁই গফরগাঁওয়ে মাটিতে হবে না, তারা যত বড়ই হোক। বুধবার বিকেল ৫টার দিকে গফরগাঁও পৌর এলাকার জামতলা মোড়ে আয়োজিত বিএনপির জনসভায় এসব কথা বলেন ময়মনসিংহ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ও পাগলা থানা বিএনপির সাবেক আহবায়ক ডা. মোফাখখারুল ইসলাম রানা।

ডা. রানা আরও বলেন, এই জামতলা মোড়েই পৌর ছাত্রদলের সেক্রেটারী ইবনে আজাদ কমলকে দিনেদিপুরে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এছাড়াও যুবদল নেতা শাকিলকে ট্রেন থেকে নামিয়ে পিটিয়ে হত্যা করেছে আ.লীগের সন্ত্রাসীরা। যারা হত্যার সাথে জড়িত সেসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার করা হবে। বিগত দিনে যে সকল আ.লীগ বিএনপি নেতাকর্মীদের বাড়ি-ঘর পুড়িয়ে দিয়েছে, জান-মালের ক্ষতি করেছে তাদেরকেও আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। 

এর আগে বিকাল ৩টা থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হন। ঢাক-ঢোল বাজিয়ে, ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত  করে সমাবেশে অংশ নেন নেতাকর্মী ও সমর্থকরা এবং একপর্যায়ে সমাবেশস্থল রুপ নেয় জনসমুদ্রে।

সমাবেশে গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারী শেখ মো. ইসহাকের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আঃ হামিদ শেখ, বিএনপির নেতা আজহারুল হক, জেলা যুবদলের যুগ্ন সম্পাদক আঃ আজিজ সাদেক, উপজেলা ছাত্রদলের সভাপতি মোক্তার হোসেন, পাগলা থানা ছাত্রদলের আহবায়ক মাজহারুল ইসলাম, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহফুজ, মৎস্যজীবি দলের সদস্য সচিব সর্দার সাকিব প্রমুখ।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত