বুধবার ১২ নভেম্বর ২০২৫ ২৮ কার্তিক ১৪৩২
বুধবার ১২ নভেম্বর ২০২৫
আশুলিয়ায় নাশকতা এড়াতে শ্রমিকদলের অবস্থান কর্মসূচি
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৮:১৫ PM
১৩ তারিখকে ঘিরে আওয়ামী লীগের নাশতা এড়াতে আশুলিয়ায় মহাসড়কে শ্রমিকদলের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

বুধবার বিকালে আশুলিয়ার জামগড়া ছয়তলা এলাকায় এই অবস্থান কর্মসূচি নেন তারা। এসময় তারা বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কের  বিভিন্ন স্থানে মোটরসাইকেলে করে শোডাউন দেন।  

ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: রবিউল ইসলামের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন ইয়ারপুর ইউনিয়ন শ্রমিকদলের কার্যকরী সভাপতি সামাদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাত্তার ভুইয়া ও শ্রমিকদল নেতা হাসমত মন্ডল, লিটন গাজী সহ আরও অনেকে।

সংগঠনটির সভাপতি রবিউল ইসলাম বলেন, ১৩ তারিখকে ঘিরে আওয়ামী লীগের নাশকতা এড়াতে ইয়ারপুর ইউনিয়ন শ্রমিক দল কঠোর অবস্থানে আছে। শ্রমিকদল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দুর্দিনে রাজপথে ছিলো এবং থাকবে। আমারা আওয়ামী লীগকে কোন নাশকতা তো দুরের কথা তাদেরকে মাঠে নামতেই দিবো না, দলের জন্য যদি জীবন দিতে হলেও দিবো, তবুও পিছু হটবো না।
« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত