জেলা প্রশাসক সম্মেলন ২০২৫ এর মধ্য মেয়াদী ৫ নম্বর সিদ্ধান্ত জেলা ও উপজেলা প্রশাসনে ৯ম গ্রেডের পদ সৃজন করা ও সৃষ্ট পদসমূহ প্রশাসনিক কর্মকর্তাদের মধ্য হতে পদোন্নিতর মাধ্যমে পূরণের উদ্যোগ গ্রহণ করতে হবে।
উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে দায়িত্ব প্রদান করা হয়; কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় উক্ত বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।
মন্ত্রিপরিষদ বিভাগ গত ১৭ আগস্ট ২০২৫ তারিখ জেলা প্রশাসক সম্মেলন ২০২৫ এর উক্ত সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় জনপ্রশাসন মন্ত্রণালয়কে বর্ণিত বিষয়ে অর্থ বিভাগে প্রস্তাব প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়; কিন্তু জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক উক্ত বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
বাংলাদেশ মাঠ প্রশাসন প্রশাসনিক কর্মকর্তা কল্যাণ সমিতির পক্ষ হতে গত ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখ জেলা প্রশাসক সম্মেলন ২০২৫ এর উক্ত সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় মহোদয় বরাবর আবেদন করা হয়েছে, কিন্তু কোন অগ্রগতি নাই।