বুধবার ১২ নভেম্বর ২০২৫ ২৮ কার্তিক ১৪৩২
বুধবার ১২ নভেম্বর ২০২৫
ভাঙ্গুড়ায় খোলাবাজারে পেট্রল ও অকটেন বিক্রি বন্ধে প্রশাসনের সতর্কতা
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৯:১২ PM
পাবনার ভাঙ্গুড়ায় খোলা বাজারে অবৈধভাবে পেট্রল ও অকটেন বিক্রির বিরুদ্ধে কঠোর তৎপরতা  নিয়েছে উপজেলা প্রশাসন।

বুধবার  (১২ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল ও উপজেলা সহকারী কমিশনার ভূমি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান উপজেলা সদর বিভিন্ন  এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে তিনি লাইসেন্সবিহীনভাবে রাস্তার পাশে ও দোকানে খোলা তেল বিক্রি বন্ধের নির্দেশ দেন। 

এসময় ইউএনও বলেন, পেট্রল ও অকটেন অত্যন্ত দাহ্য পদার্থ। যথাযথ অনুমোদন ছাড়া এগুলো বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে।

তিনি আরও বলেন, নিরাপত্তার স্বার্থে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অনুমোদন ছাড়া তেল বিক্রি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভাঙ্গুড়া পৌর এলাকার বিভিন্ন স্থানে কিছু দোকানি বোতলে ভরে খোলা পেট্রল ও অকটেন বিক্রি করছিলেন। এতে দুর্ঘটনার আশঙ্কা ও জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। প্রশাসনের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন সচেতন মহল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত