পাবনার চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের সজনাই দক্ষিণ পাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
ঘটনাটি ঘটেছে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সজনাই গ্রামের ভাদু সর্দারের পুত্র সাদু সরদার ও তার তিন ছেলে—আল-আমিন সরদার, আরিফ সরদার এবং সালাম সরদারের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং ঘরে থাকা ধান, পাট, পেঁয়াজ, রসুন, নগদ টাকা, আসবাবপত্র, টেলিভিশন, ফ্রিজসহ সব কিছু ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত আল-আমিন সরদার বলেন, “আমাদের আটটি ঘর পুড়ে গেছে। এখন আর মাথা গোঁজার ঠাঁই নেই। সব মিলিয়ে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।”
চাটমোহর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।