জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তবর্তী কয়ার মৃত আকবর আলীর ছেলে আরমান আলীর আধুনিক মানের মৎস্য খামার পরিদর্শন করেন জেলা মৎস্য কর্মকর্তা মাসুদ রানা। আরমানের আধুনিক পুকুর ও মাছচাষে সফলতা দেখে আনন্দিত মৎস্য কর্মকর্তা।
বাবার রেখে যাওয়া ছোট্ট একটি পুকুর দিয়ে মাছ চাষ শুরু করে আরমান। কৃষি কাজের পাশাপাশি সে এনজিও থেকে ঋণ করে বর্তমানে ৮ বিঘা জলাশয়ের আধুনিক পুকুর তৈরি করেছে। বৃষ্টির পানিতে পুকুরপাড় ভেঙ্গে না যায় এজন্য জিওশিট বস্তায় পাড় বাঁধে। এছাড়া সিমেন্টের পিলার ও জিআই তারে বেড়া দিয়েছে। পুকুর পাড়ে পটল, করলা, ঝিঙ্গা এবং সাড়ে ৩'শত সুপারির গাছ সহ বিভিন্ন সবজি চাষ করছে আরমান।
অল্প সময়ের ব্যবধানে অধিক লাভের আশায় আরমান পোনা মাছের পরিবর্তে হাঁফ কেজি, ১'কেজি ওজনের তেলাপিয়া, রুই কাতলা ও হাংরি জাতের ৩০'মন মাছের পোনা ছাড়েন। এসব পোনা মাছের দাম প্রায় ২৫ থেকে ৩০ লাখ টাকা। তার পুকুরে অনেক বেকার যুবকের কর্ম সংস্থানের সৃষ্টি হয়েছে।
বুধবার ( ১২ নভেম্বর) দুপুরে আরমানের পুকুর পরিদর্শনে জেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে ছিলেন জেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক তারাপদ চৌহান, জয়পুরহাট সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম ও পাঁচবিবি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন পপি।