সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ভিডিওতে ও ক্যাপশনে কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও তার ছোটভাই ইউনিয়ন বিএনপির সম্পাদকের নামে আপত্তিকর লেখা উল্লেখ করায় কাপ্তাই থানায় জিডি করা হয়েছে।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ গত মঙ্গলবার সন্ধ্যায় কাপ্তাই থানায় বিষয়টি নিয়ে একটি সাধারণ ডায়েরি করে।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি ও রাঙামাটি জেলা বিএনপির যুগ্নসম্পাদক লোকমান আহমেদ জানান, ফেসবুকে আমার ও আমার ছোটভাই কামাল এর নাম উল্লেখ করে জিয়ার সৈনিক নাম দিয়ে একটি আপত্তিকর কথা লেখা শেয়ার করে, যা মানহানি ও আপত্তিকর।
তিনি আরও জানান, সম্প্রতি এর আগেও উক্ত আইডি দিয়ে বিভিন্ন ধরনের তার বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে। এগুলো কোনো কিছুতেই আমি ও আমার ছোটভাই জড়িত নয়।