শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ ৩০ কার্তিক ১৪৩২
শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫
বাঁশখালীতে গণঅধিকার পরিষদের নির্বাচনী লিফলেট বিতরণ
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৫:৪৬ PM

চট্টগ্রামের বাঁশখালীতে গণঅধিকার পরিষদের ২১ দফার ঘোষণাপত্র কর্মসূচী বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ। 

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে বাঁশখালী পৌরসভার জলদি ও মিয়ার বাজার এলাকার বিভিন্ন দোকানপাঠ, ভ্যানচালক, ব্যবসায়ী, পথচারী, অটোচালক ও বিভিন্ন পেশার মানুষের মাঝে গণঅধিকার পরিষদের পক্ষে লিফলেট বিতরণ করেন তিনি।

এ সময় লিফলেট বিতরণকালে শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো. সেলিম, গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার সাধারণ সম্পাদক নবাব আলী, সিনিয়র সহ-সভাপতি আনছার উদ্দিন, গণঅধিকার পরিষদ বাঁশখালী পৌরসভার সভাপতি মোহাম্মদ তাওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আযাদ, সিনিয়র সহ-সভাপতি কাউছার মিয়া, যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ, কর্ণফুলী থানা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আনছার উদ্দিন শাকিল, গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার প্রচার সম্পাদক মিজান উদ্দিনসহ গণঅধিকার পরিষদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের নায়ক ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের দক্ষ নেতৃত্ব ও ইস্পাত কঠিন মনোবলে গড়া গণ অধিকার পরিষদ। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্দেশে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই লিফলেট বিতরণ কার্যক্রম। আমরা লিফলেট বিতরণ কার্যক্রম উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড হয়ে গ্রামের অলি গলিতে পৌঁছে দিবো, ইনশাআল্লাহ।







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত