চট্টগ্রামের বাঁশখালীতে গণঅধিকার পরিষদের ২১ দফার ঘোষণাপত্র কর্মসূচী বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে বাঁশখালী পৌরসভার জলদি ও মিয়ার বাজার এলাকার বিভিন্ন দোকানপাঠ, ভ্যানচালক, ব্যবসায়ী, পথচারী, অটোচালক ও বিভিন্ন পেশার মানুষের মাঝে গণঅধিকার পরিষদের পক্ষে লিফলেট বিতরণ করেন তিনি।
এ সময় লিফলেট বিতরণকালে শ্রমিক অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মো. সেলিম, গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার সাধারণ সম্পাদক নবাব আলী, সিনিয়র সহ-সভাপতি আনছার উদ্দিন, গণঅধিকার পরিষদ বাঁশখালী পৌরসভার সভাপতি মোহাম্মদ তাওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রেদোয়ান আযাদ, সিনিয়র সহ-সভাপতি কাউছার মিয়া, যুগ্ম সম্পাদক মো. আব্দুল্লাহ, কর্ণফুলী থানা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আনছার উদ্দিন শাকিল, গণঅধিকার পরিষদ বাঁশখালী উপজেলার প্রচার সম্পাদক মিজান উদ্দিনসহ গণঅধিকার পরিষদ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ সময় অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানের নায়ক ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের দক্ষ নেতৃত্ব ও ইস্পাত কঠিন মনোবলে গড়া গণ অধিকার পরিষদ। ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নির্দেশে একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জনসাধারণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই লিফলেট বিতরণ কার্যক্রম। আমরা লিফলেট বিতরণ কার্যক্রম উপজেলা থেকে ইউনিয়ন, ইউনিয়ন থেকে ওয়ার্ড হয়ে গ্রামের অলি গলিতে পৌঁছে দিবো, ইনশাআল্লাহ।