শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫ ৩০ কার্তিক ১৪৩২
শুক্রবার ১৪ নভেম্বর ২০২৫
আক্কেলপুরে ডায়াবেটিস সচেতনতায় ফ্রি সেবা
আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৫:৫৪ PM

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষ্যে জয়পুরহাটের আক্কেলপুরে ডায়াবেটিক সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে আক্কেলপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে বুধবার দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে স্থানীয় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

ক্যাম্পের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা।

ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন ডা. আব্দুস সবুর। তিনি বিভিন্ন রোগীর শারীরিক সমস্যা পর্যালোচনা করেন এবং ডায়াবেটিস নির্ণয়ের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

দিনব্যাপী এ ক্যাম্পে উল্লেখযোগ্য সংখ্যক রোগী অংশগ্রহণ করেন এবং সবাইকে সম্পূর্ণ বিনামূল্যে সেবা দেওয়া হয়।

উপজেলার রাজকান্দা ঠেংগাপুর গ্রামের ৬০ বছর বয়সী ফিরোজা বেগম। তার ভাষায়, ‘হামি কোনদিন এলা পরিক্ষা করিনি। আক্কেলপুরে ফ্রি ডায়বেটিস পরিক্ষা হচ্ছে শুনে আইছি। পরিক্ষা করে দেখি—ডায়াবেটিস আছে। (আমি কোনোদিন এ ধরনের পরীক্ষা করিনি। আক্কেলপুর ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা হচ্ছে শুনে এসেছি। পরীক্ষা করে দেখলাম—আমার ডায়াবেটিস রয়েছে।)







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক:
মো. আশরাফ আলী
কর্তৃক এইচবি টাওয়ার (লেভেল ৫), রোড-২৩, গুলশান-১, ঢাকা-১২১২।
মোবাইল : ০১৪০৪-৪০৮০৫২, ০১৪০৪-৪০৮০৫৫, ই-মেইল : thebdbulletin@gmail.com.
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত